।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি জাতীয় দলের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তাঁর পারফরম্যান্সের জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কারও। সম্প্রতি অষ্টম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রান করেন তিনি। বর্তমানে ২৩ বছর বয়সী তারকার ২০টি ম্যাচে ওয়ানডেতে আশ্চর্যজনক ৭১.৩৮ গড়।
রয়েছে তিনটি ওডিআই সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গিল মাত্র ১৯ ইনিংসে নিজের ১,০০০ রান পূর্ণ করেন। তিনি বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানকে টপকে দ্রুততম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। দুই ভারতীয় তারকাই ২৪ ইনিংসে ওডিআই ফরম্যাটে ১,০০০ রান করেছেন৷ গিল এখন পাকিস্তানের ইমাম-উল-হকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১,০০০ রান করেছেন। ওয়ানডেতে দ্রুততম ১০০০ রানের রেকর্ড পাকিস্তানের ফখর জামানের দখলে (১৮ ইনিংস)। গিল ভিভ রিচার্ডস, বাবর আজম, কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক এবং রাসি ভ্যান ডার ডুসেনকেও পিছনে ফেলে দিয়েছেন। যারা সকলেই ২১ ইনিংসে এই নজির গড়েছেন।
রবিবারের নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও গিল ৪০ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের দেওয়া ১০৯ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করে দলকে জয় এনে দেন। ম্যাচের পর গিল গাভাস্কারের সঙ্গে মজা করে আড্ডা দেন। শনিবার রায়পুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের জয়ের পর একটি সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেন, “আমি আপনাকে একটি নতুন ডাকনাম দিয়েছি, স্মুথম্যান (Smoothman) গিল। আমি আশা করি আপনি কিছু মনে করবেন না।” গিল জবাবে উত্তর দেন, “আমি মোটেও কিছু মনে করি না, স্যার।”