।। প্রথম কলকাতা ।।
Joka-Taratala Metro: দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে দিন কতক আগে বেহালাবাসীর স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে। চালু হয়েছে জোকা থেকে তারাতলা (Joka- Taratala Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা। কিন্তু এই মেট্রো পরিষেবাকে কেন্দ্র করে বেহালাবাসীর মনে অসন্তোষ জায়গা করে নিয়েছে। কারণ ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকছে জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা। যার কারণে ছুটির দিনগুলিতে মেট্রো না পাওয়ায় কিছুটা ক্ষুব্ধ যাত্রীরা।
আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। অন্যদিকে ২৬ জানুয়ারি একই সঙ্গে প্রজাতন্ত্রদিবস (Republic Day) ও সরস্বতী পুজো (Saraswati Puja)। এই দুটি ছুটির দিনে মেট্রো পরিষেবা বন্ধ থাকার কারণে অখুশি নাগরিকবৃন্দ। গতকাল অর্থাৎ শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। একেই এই মেট্রো পরিষেবা যাত্রীদের তেমন কোন সুবিধা দেয়নি। একথা জানিয়েছেন খোদ তাঁরাই। কারণ ৩০ মিনিট অন্তর অন্তর একটি করে মেট্রো মিলছে ওই রুটে। সঠিক সময়ে যদি স্টেশনে এসে না পৌঁছানো যায় তাহলে পরবর্তী মেট্রো জন্য অপেক্ষা করতে হচ্ছে বেশ খানিকক্ষণ।
কর্মব্যস্ত দিনগুলিতে তাড়াতাড়ি কর্মস্থলে পৌঁছানোর জন্য যারা মেট্রো ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক হয়ে ওঠেনি জোকা থেকে তারাতলা মেট্রো রুটের এই পরিষেবা। গুটি কয়েক রেক চলছে এই লাইনে। সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত বেলা দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নতুন রুটে মেট্রো চলাচল করে। অর্থাৎ মাঝের সময়ে থাকে একটা বড় গ্যাপ। যা নিয়ে ওই রুটের নিত্য যাত্রীদের ছিল অভিযোগ। উল্লেখ্য, ২ জানুয়ারি থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে শুরু হয়েছিল যাত্রী পরিষেবা। প্রথম দিনে যদিও যাত্রীদের উৎসাহ নজরকাড়া ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে সেই উৎসাহ কমতে থাকে। বর্তমানে এই রুটে ছ’টি স্টেশন রয়েছে। এর মাধ্যমে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম