।। প্রথম কলকাতা ।।
Aadhaar-Pan Card Link : আধার কার্ড ও প্যান কার্ড এর গুরুত্ব সম্পর্কে বর্তমানে সকলেই ওয়াকিবহাল। যে কোনও জরুরি কাজ এই দুই নথি ছাড়া সম্পূর্ণ করা প্রায় অসম্ভব। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, নাগরিকদের এবার থেকে আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্তিকরণ করতে বলা হয়েছে। যা না হলে বড় জরিমানা করা হবে। এমনকি নিষ্ক্রিয় হবে সেই ব্যক্তির প্যান কার্ড।
এই নির্দেশ আরও একবার মনে করিয়ে দিল আয়কর দপ্তর। সম্প্রতি ভারতের আয়কর দপ্তরের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, আয়কর আইন ১৯৬১ ধারা অনুযায়ী ৩১.০৩.২০২১ তারিখের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই কাজ না করলে তাঁর প্যান কার্ড বন্ধ করে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে।
আধার ও প্যান লিঙ্ক করাবার শেষ তারিখ
আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করাবার শেষ তারিখ ২০২৩ সালের ৩১ মার্চ। এই তারিখের মধ্যে যেসব নাগরিক এখনও লিঙ্ক করাননি তাদের দ্রুত এই কাজ সেরে ফেলতে বলা হয়েছে। আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে আধার ও প্যান লিঙ্ক করানো যাবে।
আধার ও প্যান লিঙ্ক নাহলে বড় জরিমানা
২০২২ সালের বাজেটে বলা হয়েছিল, যে করদাতারা তাদের প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করেননি তাদের উপর নির্দিষ্ট জরিমানা আরোপ করা হবে। ১ জুলাই থেকে এই জরিমানার অঙ্ক ধার্য করা হয়েছিল ১,০০০ টাকা।
তারপর ২০২২ সালের ১০ ই মে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, একজন ব্যক্তি নিম্নলিখিত লেনদেন যদি করে সেক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। এই লেনদেন হল উচ্চ মূল্যের নগদ আমানত। যেমন একজন ব্যক্তি যদি এক অর্থবছরে এক বা একাধিক ব্যাংক/কো-অপারেটিভ ব্যাংক কিংবা পোস্ট অফিসে ২০ লক্ষ টাকা বা তার বেশি আমানত জমা করে সেক্ষেত্রে প্যান কার্ড জরুরি।
পাশাপাশি ব্যাঙ্ক সংক্রান্ত একাধিক কাজ অতি অবশ্যই প্রয়োজন পড়ে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর যা সাধারণত আমাদের প্যান কার্ডে দেওয়া থাকে। এই নথি যদি বন্ধ হয়ে পড়ে তাহলে একাধিক আর্থিক সমস্যার মুখে পড়বেন নাগরিকরা। তাই তাদের শীঘ্রই এই কাজ সেরে নিতে বলেছে আয়কর দপ্তর।