।। প্রথম কলকাতা ।।
কোকো গাফকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নিলেন জেলেনা ওস্তাপেঙ্কো। জেলেনা ওস্তাপেঙ্কো ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। তবে এদিনের গাফের বিরুদ্ধে জয় ছিল ২৫ বছর বয়সী তারকার অস্ট্রেলিয়ান ওপেনের সেরা ফলাফল। মার্গারেট কোর্ট অ্যারেনায় প্রাক্তন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আমেরিকান তারকাকে ১ ঘন্টা ৩৩ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৩ গেমে পরাজিত করেন। আক্রমণাত্মক টেনিসের অত্যাশ্চর্য প্রদর্শন করেন ওস্তাপেঙ্কো। লাটভিয়ান তারকা ফর্মের শীর্ষে থাকায় গাফের ত্রুটির কোন জায়গা ছিল না।
লাটভিয়ান তারকা কোয়ার্টার ফাইনালে উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনার মুখোমুখি হবেন। যিনি রড ল্যাভার অ্যারেনায় বিশ্বের এক নম্বর ইগা সুয়াইতেককে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছেন। এদিন ম্যাচের পর ওস্তাপেঙ্কো বলেন, “আমি জানতাম সে একজন দুর্দান্ত খেলোয়াড়, সুপার তরুণ এবং সে সত্যিই ভাল খেলছে কিন্তু আমার হারানোর কিছু ছিল না। আমি শুধু আমার সেরাটা দেখানোর চেষ্টা করেছি এবং প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছি। আমি তার জন্য গেমটি কঠিন করার চেষ্টা করার চেষ্টা করেছি এবং আমি যেভাবে খেলেছি তাতে আমি সত্যিই খুশি।”
It's the best #AusOpen of @JelenaOstapenk8's career!@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AO2023 pic.twitter.com/rZnhtV87ZN
— #AusOpen (@AustralianOpen) January 22, 2023