।। প্রথম কলকাতা ।।
Sohel Rana: নিয়ম বহির্ভূত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক সোহেল রানাকে (Sohel Rana) গ্রেফতার করা হয় ভারতে। তবে শারীরিক অবস্থার অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে বিগত ডিসেম্বর মাসের ৮ তারিখে জামিন (Bail) পান তিনি। যদিও তাঁর জামিন ছিল শর্তসাপেক্ষ কিন্তু ভারতে (India) জামিন পাওয়ার পরে সোহেল রানার কোনরকম খোঁজ পাওয়া যায়নি। তিনি পলাতক এমনটাই অভিযোগ উঠে এসেছে পুলিশের তরফ থেকে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। বাংলাদেশের (Bangladesh) বাসিন্দা তথা ই-অরেঞ্জের (E-Orange) প্রতিষ্ঠাতা সোহেল রানা সুবোধ রায় নামে এক ব্যক্তির সহযোগিতায় কোনরকম বৈধ নথিপত্র ছাড়া বাংলাদেশের সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হন সোহেল। তাঁর মামলা চলে মেখলিগঞ্জ আদালতে। চার্জশিট পেশ করা হয় ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি। পরবর্তীতে ২০২২ সালের ৮ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিনে মুক্তি পান সোহেল রানা।
চ্যানেল ২৪ মারফত পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর জামিনের কিছু শর্ত ছিল। সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে উচ্চতর চিকিৎসার জন্য তাকে জামিন দেওয়া হয়। তবে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি মেখলিগঞ্জ চত্বর থেকে বেরোতে পারবেন না এবং সপ্তাহে একবার করে তাকে মেখলিগঞ্জ থানার ওসির সঙ্গে এসে দেখা করতে হবে। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর সেই নির্দেশ পালন করেননি সোহেল রানা। তিনি একবার মাত্র ই-মেইল পাঠিয়েছিলেন মেখলিগঞ্জ থানায় (Mekhliganj PS), এমনটাই জানা গিয়েছে। অনুপ্রবেশের মামলায় ভারতে জামিন পাওয়ার পর পলাতক ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোহেল রানা। মেখলিগঞ্জ থানার পুলিশ এমনটাই রিপোর্টের মাধ্যমে জানিয়েছে কলকাতা হাইকোর্টকে (Kolkata High Court)। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে বাংলাদেশেও আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম