।। প্রথম কলকাতা ।।
Golpobela: গল্প (Story) শুনতে কিংবা গল্প পড়তে ৮ থেকে ৮০ সকলেই বেশ পছন্দ করেন। যদিও গল্পের স্বাদ একেকজনের কাছে একেক রকম। কেউ ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন। আবার কেউ সামাজিক গল্প শুনতে ভালোবাসেন। কিছু মজার গল্প পছন্দ করে থাকে শিশুরা আবার কিছু গল্প যা একেবারে রূঢ় বাস্তব থেকে উঠে আসে, তা পড়তেও পছন্দ করেন বহু পাঠক (Reader)। শহর কলকাতায় সেই সব গল্পপ্রেমী মানুষদের জন্য ফের আয়োজন করা হয়েছে গল্পের কর্মশালা (Workshop) । যেখানে সুযোগ থাকছে গল্প শোনানোর এবং গল্প শোনার।
২০২৩ এর ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হচ্ছে গল্পবেলা- দ্য স্টোরি ফেস্টিভাল। ওই দিন বিকেল চারটে পর্যন্ত চলবে গল্প নিয়ে এত কাণ্ড-কারখানা। স্থান কলকাতার ভারতীয় জাদুঘর (Indian Museum Kolkata)। ‘গল্পবেলা’ (Golpobela) সংক্রান্ত একটি পোস্টার এবং কিছু টুকরো কথা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধারে গীতিকার, সঙ্গীত পরিচালক এবং রবীন্দ্র সঙ্গীত গায়ক শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya)। ‘গল্পবেলা’র আসরে গল্প শোনাতে সেদিন উপস্থিত থাকছেন তিনি নিজেই। এছাড়াও তিনি ওই পোস্টের মাধ্যমে জানান, ২৮ জানুয়ারির গল্পবেলায় তিনি ছাড়াও আরও বিশিষ্ট শিল্পীরা আসছেন গল্প শোনাতে। কাজেই শীতের দুপুরে নরম রোদ গায়ে মেখে গল্প শোনার জন্য শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলকেই সাদরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
অন্যান্য বছরের মতো এই বছরেও গল্প বলার আয়োজন করেছে ‘বন্ধু- গ্রো উইথ ফিলিংস’। ২০১৯ এবং ২০২০ সালেও এই গল্পবেলার আয়োজন করা হয়েছিল ‘বন্ধু’র (Bondhu) তরফ থেকে. এই বছরেও ঠিক একই রকম ভাবে কলকাতায় আয়োজিত হতে চলেছে গল্পবেলা। এই গল্পের আসরে যারা অংশগ্রহণ করতে চান তাঁরা রেজিস্ট্রেশন এর মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। ২০২৩ এর গল্পবেলায় অতিথি তালিকায় নাম রয়েছেন দেবশঙ্কর হালদার, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, কার্তিকেয় ত্রিপাঠী, ব্রততী বন্দোপাধ্যায়, অর্ণা শীল, উর্মিলা বসু, অগ্নি এবং অমিতাভ মুখার্জি। সব মিলিয়ে আবারও এক অনন্য উদযাপনের সাক্ষী থাকতে চলেছে কলকাতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম