।। প্রথম কলকাতা ।।
DEO Recruitment: রাজ্য সরকারের ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই কর্মী গ্রুপ সি’র অধীনে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। কর্মী নিয়োগের জন্য কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, এমনটাই জানানো হয়েছে। তবে এই পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বিশেষ কিছু যোগ্যতা থাকতে হবে। চলুন জানা যাক শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কয়টি শূন্য পদ রয়েছে , মাসিক বেতন কত ।
পদ: ডাটা এন্ট্রি অপারেটর
বয়স সীমা: ১৮ বছরের ঊর্ধ্বে যে কোন আবেদনকারী এই পদের জন্য আবেদন করতে পারেন।
মাসিক বেতন: ১০ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে
যোগ্যতা: এক্ষেত্রে আবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতার থেকে তাঁর কর্ম অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনকারীকে জাতীয় কিংবা জেলা স্তরের যে কোন সরকারি প্রজেক্টের সঙ্গে অন্ততপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: এই নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে একজনকে
চাকরির ধরন এবং নিয়োগ প্রক্রিয়া: এটি স্থায়ী চাকরি হবে না। কন্ট্রাকচুয়াল হিসেবে আবেদনকারীকে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে। আর এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
ইন্টারভিউয়ের জন্য আবেদন পদ্ধতি: এই চাকরিতে নিয়োগের জন্য ইন্টারভিউ দিতে গেলে তার আগে আবেদনকারীদেরকে আবেদন পত্র জমা দিতে হবে না। ইন্টারভিউয়ের দিন সরাসরি তাঁরা নিজেদের বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে পারেন নির্দিষ্ট জায়গায়।
ইন্টারভিউয়ের স্থান ও সময়: ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ইন্টারভিউ হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের অফিসে। সকাল ১১ টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম