।। প্রথম কলকাতা।।
Copper Sun Benefits : অনেকের বাড়িতেই একটা বড় সূর্য মূর্তি লিভিং রুমের দেওয়ালে টাঙিয়ে রাখতে দেখা যায়। তাঁরা হয়তো এই ধরনের মূর্তি ঘর সাজানোর জন্যই এনে থাকেন। খুব কম এমন মানুষ রয়েছে যারা এর আসল কার্যকারিতা সম্পর্কে জানেন । বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই সূর্য মূর্তি (Sun Sculpture) যে কোন গৃহস্থের শ্রীবৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও তামার তৈরি সূর্য মূর্তি যদি বাড়িতে রাখা হয় তাহলে বাড়ি থেকে নেতিবাচকতা ( Negativity) অনেক দূরে থাকে। যদি সঠিক স্থানে তামার সূর্যমূর্তি রাখা যায় তাহলে ফুলে ফেঁপে ওঠে ভাগ্য।
* কী কী গুণ রয়েছে তামার সূর্যমূর্তিতে ?
তামার বড় দেওয়ালে টাঙানোর মতো সূর্যমূর্তি নামিদামি দোকান অথবা অনলাইনেও কিনতে পাওয়া যায় । কোন কোন হস্তশিল্পের মেলাতেও এই ধরনের মূর্তি বিক্রি করা হয়। বাস্তুশাস্ত্র বলে , এই সূর্যমূর্তি যদি আপনি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির ( Positive Energy) আগমন ঘটবে। কর্মক্ষেত্রে যদি সূর্যমূর্তি রাখা যায় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেকোনো রাশির জাতকদের উন্নতির জন্য তামার সূর্য বেশ উপকারী । কারণ বাস্তুমতে এই তামার সূর্য প্রভাবশালী ব্যক্তিত্বদেরকে আকর্ষণ করে থাকে। যাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে তাঁরা তামার সূর্য দ্বারা বিশেষভাবে উপকারিতা হতে পারেন।
বাড়িতে তামার সূর্য ( Copper Sun) থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও ভালো হয় । এছাড়াও বিশ্বাস করা হয় যে বাড়িতে সঠিক জায়গায় যদি তামার সূর্য রাখা যায় তাহলে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকে বাড়ির সদস্যদের রক্ষা করা যায়।
* কীভাবে এবং কোথায় রাখতে হবে তামার সূর্যমূর্তি ?
বাস্তুশাস্ত্রে ( Vastu Shastra) বলা হয়েছে , তামার তৈরি সূর্য মূর্তি বাড়ির পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ। বাড়ির পূর্ব দিকে দেওয়ালে যদি কোন রকম জানলা অথবা দরজা না থাকে সেখানে তামার সূর্যমূর্তি রাখা যেতে পারে । এছাড়াও বাড়ির মূল দরজা যদি পূর্ব দিকে হয় তাহলে সেই দরজার ওপরে তামার সূর্যমূর্তি রাখতে পারেন। সেখানে সূর্যমূর্তি থাকলে যাওয়া আসার সময় সহজেই সেটি চোখে পড়বে। কর্মক্ষেত্রে যদি সূর্যমূর্তি রাখতে হয় তাহলেও সেটি পূর্ব দিকেই রাখা ভালো। বলা হয় বাড়িতে সূর্যমূর্তি বাস্তু নিয়ম মেনে প্রতিষ্ঠা করলে ধনদেবী লক্ষ্মী আকৃষ্ট হন , জীবনে আসে সাফল্য।
বি. দ্র : প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি তথ্য একেবারেই সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে । এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য পেতে বাস্তু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা জরুরী।