।। প্রথম কলকাতা ।।
Kolkata Airport: আর কয়েকদিন বাদে প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আবারও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। এবার শুধুমাত্র বিমানবন্দরে প্রবেশকারী যাত্রীদেরকে নয়, বিমানবন্দরে আসা যে কোনো গাড়িকেও পরীক্ষা করা হবে। তার জন্য মোতায়ন করা হয়েছে একাধিক নিরাপত্তারক্ষী। কলকাতা বিমানবন্দরে জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা (Guidelines)। যাত্রীদের কার্যকলাপ কোনভাবে সন্দেহজনক বলে মনে হলেই তাদের উপর নজরদারি চালাবে নিরাপত্তারক্ষীরা। প্রয়োজনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যেক বছরই প্রজাতন্ত্র দিবস (Republic Day) এবং স্বাধীনতা দিবসের (Independence Day) পূর্বে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির নিরাপত্তাকে কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে এই বছরেও কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করে তোলা হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ থেকেই বিমানবন্দরে যে সমস্ত গাড়িগুলি প্রবেশ করবে তার পরীক্ষা করা হবে। এছাড়াও যাত্রীদের হাতে থাকা ব্যাগ সহ স্ক্যান করা হবে বেল্ট এবং জুতোকে। নিরাপত্তারক্ষীরা চাইলে যে কোন যাত্রীর জুতো এবং বেল্ট খুলে সেটি পরীক্ষা করতে পারেন। একই সঙ্গে জানানো হয়েছে আজ থেকেই বোর্ডিং গেটে যাত্রীদের সারা শরীর যাচাইয়ের পাশাপাশি তাদের হ্যান্ড ব্যাগও যাচাই করা হবে।
বিমানবন্দরের নিরাপত্তার কারণেই উড়ান দেখতে আসা এবং যাত্রীদের ছাড়তে আসা যে সকল মানুষ টার্মিনালে প্রবেশ করেন তাদের আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিরাপত্তা বলয় (Security) বজায় থাকবে। গতকাল থেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন দল বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে। তৈরি রাখা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। একইসঙ্গে রয়েছে দুটি ক্যুইক রেসপন্স টিম, স্নিফার ডগ এবং বোম স্কোয়াড পর্যন্ত। বিমানবন্দরে আসা গাড়িগুলি পরীক্ষা করার জন্য দুই ডজনেরও বেশি সিআইএসএফ কর্মী থাকবে সেখানে। যাত্রীদের উদ্দেশ্যে বিমানবন্দরের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, অন্ততপক্ষে ফ্লাইটের সময়ের চার ঘন্টা আগে বিমানবন্দরে এসে উপস্থিত হওয়ার। একই রকম ভাবে বিমানবন্দরে যারা কর্মরত তাদেরকেও ফ্লাইটের প্রায় ৩ ঘণ্টা আগে এসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম