।। প্রথম কলকাতা ।।
Chanchal Chowdhury: কিংবদন্তি পরিচালককে নিয়ে ছবি বানাচ্ছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কালজয়ী পরিচালকের জীবন নিয়ে তৈরী হচ্ছে ‘পদাতিক’ (Padatik)। ইতিমধ্যেই গত ১৫ জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হয়েছে। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি বাবাকে হারিয়ে একপ্রকার ভেঙে পড়েছেন অভিনেতা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো মুহূর্ত মনে করে আবেগপ্রবণ হতে দেখা যায় তাঁকে। বিগত এতদিন ধরে ঢাকায় ছিলেন চঞ্চল বাবু। এরপর বুধবার ফেসবুকে জানিয়েছেন কলকাতায় (Kolkata) আসছেন। তিলোত্তমায় পা রাখেন বৃহস্পতিবার। তবে এসেই শ্যুটিংয়ের কাজে নেমে পড়েন নি, নিয়েছেন একদিনের বিশ্রাম। শনিবার থেকে সেটে দেখা যাবে তাঁকে।
‘এই সময়’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের (Bangladesh) এক সংবাদমাধ্যমকে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, ‘এই চরিত্র নিয়ে অনেক ভাবনা-চিন্তা, আলোচনা করছেন’। এমন একটা সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে সত্যিই ভালো লাগছে তাঁর। দেখার আগে কী হয়। বিগত এতদিন ধরে ওপার বাংলায় বসে নিজের চরিত্র নিয়ে মানসিক প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা। তাঁর বক্তব্য, প্রথম ধাপের শ্যুটিং শুরু হয়েছে। আপাতত কলকাতায় শ্যুট হবে। এর পর আরও কয়েকটি জায়গায় শ্যুটিং হওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১০ দিন ‘পদাতিক’-এর শ্যুট করবেন চঞ্চল (Chanchal Chowdhury)। তার পর ফিরে যাবেন ওপার বাংলায়। তাঁর সঙ্গে যাঁরা কাজ করবেন, তাঁদের সকলকে চেনেন না তিনি। প্রথমে সকলের সঙ্গে আলাপ সারবেন এবং তার পর কাজ শুরু করবেন।
সম্প্রতি ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এসেছে। আর তারপরেই ঝড় বয়ে যায় নেট মাধ্যমে। তাঁকে দেখতে লাগছে হুবহু পরিচালকের মত। অন্যদিকে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে মনামির (Monami Ghosh) লুকও প্রকাশ্যে এসেছে। ছবিতে মৃণাল সেনের নানা বয়সের চেহারায় ধরা দেবেন চঞ্চল বাবু। জানা গিয়েছে, ছয় থেকে সাত ধরনের লুকে দেখা যাবে তাঁকে। তাঁর লুক টেস্টের জন্য নাকি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু গিয়েছিলেন বাংলাদেশে। তাঁর লুক দেখে সকলের একটাই কথা, মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী একদম পারফেক্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম