।। প্রথম কলকাতা ।।
JP Nadda In Bengal: নতুন বছরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দল ফের একবার ভরসা রাখে জে পি নাড্ডাতেই (JP Nadda)। ২০২৪ এর জুন পর্যন্ত দলের সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি হয়েছে তাঁর। দলের ভরসা ২০২৪ এর লোকসভা নির্বাচন নাড্ডার নেতৃত্বেই লড়বে পদ্ম শিবির। এই মতো পরিস্থিতিতে বাংলা সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যদিও বুধবার তিনি কলকাতায় এসে উপস্থিত হন। তবে তাঁর কর্মসূচি শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে। আজকের তালিকায় রয়েছে মায়াপুর দর্শন এবং নদিয়ায় জনসভা সহ একগুচ্ছ কর্মসূচি।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে রাজ্যের বিজেপি নেতৃত্ব তাকে বাঙালি সংস্কৃতি মেনে সম্বর্ধনা জানাবেন কলকাতায়। এরপর কলকাতা থেকে হেলিকপ্টারে করে মায়াপুরের (Mayapur) উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গিয়ে উপস্থিত হবেন ইস্কনের মন্দিরে (Iscon Temple)। মন্দির দর্শনের পর সেখানে থাকা সাধু-সন্তদের সঙ্গে কথাবার্তা শেষে প্রসাদ গ্রহণ করবেন নাড্ডা। বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতির মায়াপুর দর্শনকে কেন্দ্র করে আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল। সমস্ত এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তাতে। হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। যদিও এদিন সর্বসাধারণের জন্যেও মন্দির খোলা রাখা হবে।
মন্দির দর্শনের পর সেখান থেকে তিনি সড়কপথে গিয়ে পৌঁছাবেন নদিয়ার (Nadia) বেথুয়াডহরিতে। বেথুয়াডহরি রেল স্টেশন সংলগ্ন মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা কেন্দ্রের যে সকল কার্যকর্তারা রয়েছেন সকলেই উপস্থিত থাকবেন। এই জনসভার কর্মসূচি শেষ করে হোটেলে গিয়ে পৌঁছবেন জে পি নাড্ডা। তারপর সেখানে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারবেন তিনি। সবশেষে বৃহস্পতিবার মায়াপুর হয়ে আবারও কলকাতায় ফিরে আসবেন ।
সদ্য শেষ হয়েছে বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেই কর্ম সমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বাংলার প্রসঙ্গ টেনে কথা বলতে দেখা গিয়েছিল। সেখানে তিনি বাংলার বিজেপি কর্মীদের লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ হন। আর এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর জে পি নাড্ডা তাঁর দ্বিতীয় ইনিংসের সূচনা বাংলা সফর দিয়েই করলেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম