।। প্রথম কলকাতা ।।
Shabash Feluda: ফেলুদা আর তোপসে এবার গ্যাংটকে। নতুন কোন রহস্যের সমাধান করতে পাহাড়ে হাজির হয়েছেন বাঙালির এই প্রিয় গোয়েন্দা জুটি! কলকাতায় ঠান্ডা পড়লেও, পাহাড়ি এলাকার মত নয়। আর এই কনকনে ঠান্ডায় গ্যাংটকে হাজির হয়েছে ‘ফেলুদা’র টিম। একই ফ্রেমে ধরা দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), রুদ্রনীল সেনগুপ্ত (Rudranil Sengupta), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee), অরিন্দম শীল (Arindam Shil)। ‘জি ফাইভ’-এর জন্য নতুন ওয়েব সিরিজ তৈরি করছেন অরিন্দম শীল। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত। একসময় তোপসের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে, আর আজ তিনি নিজেই ফেলুদা।
সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন অরিন্দম শীল। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘তাপমাত্রা ৩ থেকে ৮ ডিগ্রি। সবার গায়েই রয়েছে শীতের পোশাক। তবে কাজকে উপভোগ করছেন সকলে’। এখনও সিরিজ কবে মুক্তি পাবে তা জানা যায়নি। তবে ‘জি-ফাইভ’-এ দেখা মিলবে তার। আপাতত প্রথম দিনের শ্যুটিং থেকে কিছু মুহূর্ত শেয়ার করেছেন অরিন্দম শীল।
View this post on Instagram
“ফেলুদা” (Feluda) বাঙালির কাছে একটা আবেগ। বাংলা চলচ্চিত্র দুনিয়ায় প্রচুর গোয়েন্দা গল্প-কাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে। কিন্তু ‘ফেলুদা’র গল্প নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ করতে গেলে একটু বিশেষ খেয়াল রাখতে হয়। কারণ এই একটি নামের সঙ্গে বাঙালির একটা আলাদা ইমোশন জড়িয়ে রয়েছে। এবার শৈল শহরে ‘শাবাশ ফেলুদা’র শ্যুটিং শুরু করেছেন অরিন্দম শীল। সেইসঙ্গে আশীর্বাদ চেয়েছেন সকলের। তাঁর কথায়, ‘আপনারা আমাদের আশীর্বাদ করুন। এতে অনেকটা অনুপ্রেরণা পাব আমরা’। সম্প্রতি ‘ফেলুদা’র নতুন কাস্ট নিয়ে ‘হত্যাপুরী’ বানিয়েছেন সন্দীপ রায়। ওই ছবির থেকে একেবারে আলাদা অরিন্দম শীলের ‘ফেলুদা’। ‘ফেলুদা’র ভূমিকায় তিনি বেছেছেন পরমব্রতকে। এ কাজ কতটা চ্যালেঞ্জিং সেটা তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও তা নিয়েছেন পরিচালক। তাঁর কথায়, তিনি থ্রিলার প্রেমী পরিচালক। তাঁর কাছে ‘ফেলুদা’ বানানোর সুযোগটা স্বপ্ন পূরণের থেকে কোন অংশে কম নয়।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম