।। প্রথম কলকাতা ।।
Aishwarya Rai Bachchan: অনুষ্কা শর্মার পর এবার কর ফাঁকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে বচ্চন পরিবারের বউর বিরুদ্ধে। যদিও তাঁর ক্ষেত্রে বিষয়টা একটু অন্য। বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় নাম আসে তাঁর। এর আগে পানামা কেলেঙ্কারির মামলায় নাম এসেছে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। যার কারণে ইডির দপ্তরে হাজিরাও দিতে হয়েছে তাঁকে। এবার ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের কাছে প্রায় এক হেক্টরের মত জমি রয়েছে বলিউডের এই সুন্দরীর। কিন্তু এক বছর ধরে সেই জমির খাজনা মেটান নি তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ওই জমির বার্ষিক ২১ হাজার ৯৬০ টাকা করে দিতে হয় অভিনেত্রীকে। কিন্তু গত এক বছর ধরে কর দেননি ঐশ্বর্য। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনওরকম লাভ হয়নি। বরং সেই সুযোগ হেলায় হাতছাড়া করেছেন অভিনেত্রী। আর তিনি কর না জমা দিতেই সিন্নার তেহসিলের পক্ষ থেকে পাঠানো হয়েছে নোটিস। উল্লেখ্য, মহারাষ্ট্র ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট ১৯৬৮ অনুযায়ী অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে জানা গিয়েছে, বুধবারের মধ্যেই কর জমা দেবেন ঐশ্বর্য। ১৯৯৪-এ মিস ওয়ার্ল্ড (Miss World) হয়েছেন তিনি। তারপর থেকে তাঁকে আর পেছন ঘুরে তাকাতে হয়নি। জিকিউয়ের রিপোর্ট বলছে, ঐশ্বর্যর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি টাকা। সেই সঙ্গে তাঁর বার্ষিক আয় ১৫ কোটি টাকা। তিনি নিজে আংটি পড়েন ৭০ লাখ টাকার। এছাড়া রয়েছে দামী দামী গাড়ি। বেঙ্গালুরুতে অ্যাম্বি নামে এনভায়রনমেন্টাল ইন্টেলিজেন্স স্টার্টআপে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করেছেন। সেইসঙ্গে ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও বিজ্ঞাপনের শ্যুটিং তো আছেই। এক কথায় প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর। কিন্তু আজ এত টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও বলিউডের এই সুন্দরীর বিরুদ্ধেই উঠেছে কর ফাঁকির অভিযোগ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম