।। প্রথম একাদশ ।।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি রোহিতবাহিনী। যা ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন না তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। দলে নেই কেএল রাহুলও। আর তাতেই সুযোগ এসে গেছে ঈশান কিশানের। ফের প্রথম একাদশে ফিরছেন ভারতের এই তরুণ তারকা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে মিডল অর্ডারে ব্যাট করবে ঈশান কিশান।
আগের সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেও কিশান শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাননি। শুভমান গিলকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করার জন্য ইশানের আগে বেছে নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা তিন ম্যাচের সিরিজে যথাক্রমে ৭০, ২১ এবং ১১৬ স্কোর করে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলেন। কিউয়িদের বিরুদ্ধে ওপেনিং কম্বিনেশনে কোন পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। ব্যক্তিগত কারণে দলে না থাকা কেএল রাহুলের জায়গায় ঈশান কিশান ও শ্রেয়স আইয়ারের জায়গায় সূর্যকুমার যাদবের দলে অন্তর্ভুক্তি হবে। চাহাল কাঁধে ব্যথার কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না। তবে সিরিজের বাকি ম্যাচগুলিতে তাকে পাওয়া যেতে পারে। সিরাজ, মহম্মদ শামি এবং উমরান মালিক সম্ভবত দলে পেসা বোলারের ভূমিকা পালন করবে। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম নিশ্চিত করেছেন যে সিনিয়র স্পিনার ইশ সোধি প্রথম ওয়ানডে খেলতে পারবেন না। ল্যাথাম বলেছেন, “দুর্ভাগ্যবশত, ইশের জন্য একটি খারাপ সংবাদ। তাকে আগামীকাল পাওয়া যাবে না কিন্তু আঙ্গুলের চোট ঠিক হলে সে পরের কয়েকটি গেমের জন্য উপলব্ধ থাকবে।”
চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ:
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ব্লেয়ার টিকনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন