।। প্রথম কলকাতা।।
Test Paper Controversy: সামনেই আসতে চলেছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা । তার আগে প্রতিবছরের মতো এই বছরেও টেস্ট পেপার ( Test Paper) বেরিয়েছে ছাত্র-ছাত্রীদের পড়ার সুবিধার জন্য। সেই টেস্ট পেপারে ইতিহাসের প্রশ্নে থাকা একটি শব্দবন্ধকে কেন্দ্র করে রাজ্যে তুমুল আলোড়ন তৈরি হয়েছে । যার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (Board of Secondary Education)। তবে কী এমন রয়েছে ওই টেস্ট পেপারের ইতিহাস প্রশ্নে ?
সূত্রের খবর অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার বের করা হয় তার ১৩২ নম্বর পাতায় ইতিহাস ( History) প্রশ্নে ভারতের ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়েছিল। যেই জায়গাগুলি ম্যাপ পয়েন্টিং করা হবে তার মধ্যে একটি জায়গা হিসেবে উল্লেখ করা হয় আজাদ কাশ্মীরের ( Azad Kashmir) নাম। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে তুমুল চর্চা। ইতিহাস বিশেষজ্ঞরা বলছেন , যারা পাকিস্তানের বাসিন্দা তাঁরা পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলেন। ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে আজাদ কাশ্মীরের যুক্তি কী?
যদিও এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়টি যখনই নজরে এসেছে তখনই থেকেই সেটি সংশোধন করার চেষ্টা করা হচ্ছে অথবা এর যদি কোন ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় তাহলে সেটা দেওয়ার প্রচেষ্টা চলছে। সম্পূর্ণ বিষয়টি পর্ষদের তরফ থেকে জানা হবে। যারা এই প্রশ্ন তৈরি করেছেন এবং যারা প্রশ্ন এডিট করার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে । এরপরই বিস্তারিত জানানো হবে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। এছাড়াও পর্ষদের যে সকল আইন গুলি রয়েছে সেই আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্ষদ।
ভারতের তরফ থেকে বারবার দাবি তোলা হয়েছে যে, জম্বু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ । এই ব্যাপারে একেবারেই স্পষ্ট এবং অনড় নয়াদিল্লির অবস্থান।এক কথায়, কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি আন্তর্জাতিক সমস্যা রয়েছে। যে সমস্যার এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বেরিয়ে আসেনি । তারই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে আজাদ কাশ্মীরের উপস্থিতি নতুন ভাবে আলোড়ন সৃষ্টি করেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম