।। প্রথম কলকাতা ।।
PM Kisan: ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা যাতে তাদের কৃষি কাজের ছোটখাটো খরচ মেটাতে পারে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কিষাণ (PM Kisan) সম্মান নিধি যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন সেই সকল সুবিধাভোগীরা প্রত্যেক বছর ৬০০০ টাকা করে পেয়ে থাকেন। তিনটি কিস্তিতে বছরে এই টাকাটি দেওয়া হয়। এক একটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়। বিগত বেশ কিছু বছর ধরে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) যোজনা চালু করার ফলে আর্থিক সহায়তা পেয়েছেন অনেক কৃষক।
এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদেরকে (Farmer) ১২টি কিস্তি দেওয়া হয়েছে। এই প্রকল্পের ১৩তম কিস্তি এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে আসে নি। তবে ভালো খবর হল ওই ১৩ তম কিস্তিতে আর ২০০০ টাকা নয় বরং কৃষকরা পেতে চলেছেন ৪০০০ টাকা। কিন্তু এই সুযোগ সকলের জন্য নয়। আসলে কেন্দ্র সরকার ই- কেওয়াইসি এবং জমির রেকর্ড এর যাচাইকরণকে বাধ্যতামূলক করে তুলেছে। বহু কৃষক এই যাচাইকরণ প্রক্রিয়ায় অযোগ্য বলে বিবেচিত হওয়ায় তাদেরকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনেক কৃষক যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারার কারণে ১২তম কিস্তির টাকা পাননি।
যারা যারা ১২ তম কিস্তির টাকা যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না করার জন্য পাননি তাঁরা ১৩তম কিস্তিতে একসঙ্গে ৪ হাজার টাকা পাবেন। অর্থাৎ ১২ তম কিস্তির বকেয়া ২০০০ টাকা এবং ১৩ তম কিস্তির ২ হাজার টাকা সর্বমোট ৪০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) কেন্দ্র সরকারের তরফ থেকে স্থানান্তর করা হবে সেই সকল কৃষকদের। এখনও পর্যন্ত যদিও কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে কিস্তি দেওয়ার তারিখ ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে জানুয়ারির ২৬ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনার টাকা যদি অ্যাকাউন্টে না পৌঁছে থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন ১৫৫২৬১/ ১৮০০১১৫৫২৬/ ০১১-২৩৩৮১০৯২ এই হেল্পলাইন নম্বরগুলিতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম