।। প্রথম কলকাতা ।।
Aging Skin: বয়স ত্রিশ বছরও পেরোয়নি অথচ তার আগেই কপালে দেখা দিচ্ছে বলিরেখা (Wrinkles)। এই বিষয়টি মেনে নেওয়া অত্যন্ত অস্বস্তিকর। বয়সের আগেই যদি বার্ধক্য ঘিরে ধরে তাহলে আত্মবিশ্বাস ভেঙে পড়তে বেশি সময় লাগে না। এই মতো পরিস্থিতিতে আপনার সবথেকে ভালো বন্ধু হতে পারে এসেনশিয়াল অয়েল (Essential Oil) । রূপচর্চার জগতে এই এসেনশিয়াল অয়েলের কার্যকারিতা অনেক বেশি এবং মহিলাদের মধ্যে এর জনপ্রিয়তাও যথেষ্ট বেশি। ত্বক থেকে শুরু করে চুলের যত্নে বহু মানুষ ব্যবহার করে থাকেন নানান ধরনের এসেনশিয়াল অয়েল।
প্রতিদিন যাদের বাইরে বেরোতে হয় তাঁরা সূর্যের ক্ষতিকারক রশ্মির মধ্যে কিছুটা সময় কাটান। তার উপরে বাইরের দূষণ এবং অনিয়ন্ত্রিত জীবনধারা তাদের ত্বককে একেবারে জেল্লাহীন করে তোলে। এই কারণেই বয়সের আগে ত্বকের ওপর বার্ধক্যের ছাপ দেখতে পাওয়া যায়। যদি সঠিক সময়ে এগুলির যত্ন না নেওয়া হয় তাহলে বার্ধক্যের লক্ষণ গুলি বয়সের আগেই আরও জোরালো হতে পারে। তাই এই সমস্যার সমাধানে ব্যবহার করুন এসেনশিয়াল অয়েল। কিন্তু কোন এসেনশিয়াল অয়েলগুলি আপনার চোখের কোণে অথবা কপালে থাকা সূক্ষ্ম বলিরেখাকে নিশ্চিহ্ন করে দিতে সাহায্য করবে?
- ল্যাভেন্ডার (Lavender) এসেনশিয়াল অয়েল চুল এবং ত্বক উভয় ক্ষেত্রেই দারুন উপকারী। এই এসেনশিয়াল অয়েলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর। এই তেল আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। মানসিক চাপ কম থাকলেই ঘুম ভালো হবে এবং মুখের উপর ফুটে ওঠা বার্ধক্যের লক্ষণ গুলি ধীরে ধীরে কমে আসবে।
- রোজমেরির (Rosemary) ফুল এবং পাতা দিয়ে একটি এসেনশিয়াল ওয়েল তৈরি করা হয়ে থাকে। এই তেলটি যদি নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে মুখে রোজ মাখা যায় তাহলে উপকার মিলবে। ফেসপ্যাকের সঙ্গে মিশিয়েও মাখা যেতে পারে।
- কপালের এই বলিরেখা দূর করার জন্য একটি অন্যতম কার্যকরী এসেনশিয়াল ওয়েল হল ইলাং ইলাং (Ylang Ylang)। এটি আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে কপাল কিংবা চোখের কোণে থাকা বলিরেখা থেকে মুক্তি পাওয়া যাবে।
এসেনশিয়াল অয়েল সাধারণত বিভিন্ন গাছের ফুল, পাতা, বাকল ইত্যাদি দিয়ে তৈরি করা হয় অ্যারোমা থেরাপিতে এসেনশিয়াল ওয়েলের ব্যবহার অনেক বেশি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিমাণ বেশি থাকার কারণে ত্বকের যত্ন নিতে পারে। আমাদের ত্বকে কোলাজেন নামক এক ধরনের প্রোটিন উপাদান থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই প্রোটিন উপাদান উৎপাদন কমে যায়। এই কারণে ত্বক বুড়িয়ে যেতে থাকে। তবে বয়সের আগেই যদি বার্ধক্যের লক্ষণ দেখা যায় তার নেপথ্যে কারণ থাকতে পারে আর্দ্রতার অভাব, দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মি প্রভৃতি। সেক্ষেত্রে আপনি ত্বকের যত্নে ব্যবহার করতেই পারেন উল্লেখিত এসেনশিয়াল অয়েল গুলি। এটি আপনার ত্বকের আর্দ্রতা বাড়াবে এবং ত্বককে উজ্জ্বল করে তুলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম