।। প্রথম কলকাতা ।।
রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা। বছরের প্রথম এল ক্লাসিকোয় ৩-১ গোলে জয় পেল জাভির দল। এদিন বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্সেলোনার হয়ে গোলগুলি করেন রবার্ট লেওয়ানডোস্কি, গাভী ও পেদ্রি। ম্যাচের শেষ অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করেন করিম বেনজেমা। স্প্যানিশ সুপার কাপের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনার এটি ১৪তম শিরোপা। শুরু থেকেই রিয়াল মাদ্রিদের উপর প্রভাব বিস্তার করে বার্সা।
মেসি ছাড়ার পর ছন্নছাড়া বার্সেলোনাকে প্রথম ট্রফির স্বাদ দিলেন জাভি হার্নান্দেজ। ২০২১ সালের নভেম্বরে ছন্নছাড়া বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। দায়িত্ব নিয়েই দারুণ কিছু করার ইঙ্গিত দেন প্রাক্তন স্প্যানিশ তারকা। তবে সেই মরসুমে কোন শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় দুই নম্বরে শেষ করে কাতালানরা। তবে নতুন মরসুমে প্রথম ট্রফির স্বাদ পেলেন স্পেনের জার্সিতে সাফল্য পাওয়া জাভি হার্নান্দেজ।
বার্সেলোনার হয়ে খেলোয়াড় জীবনে তিনি পেয়েছেন ২৭টি শিরোপা।২০২৪ পর্যন্ত জাভির সঙ্গে চুক্তি রয়েছে বার্সালোনার। ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৭ বছর খেলেছেন জাভি। ১৭ বছরের ক্যারিয়ারে প্রিয় ক্লাবের হয়ে ২৭টা ট্রফি জিতেছেন। ৭৬৭টা ম্যাচ খেলেছেন বার্সার জার্সিতে। জয় করা ট্রফির মধ্যে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৮টি লা-লিগা শিরোপা।
এবার কোচ হিসেবেও সাফল্য পেতে চান জাভি। ম্যাচ শেষে তিনি বলেন, “সাম্প্রতি অনেক সমালোচনা সইতে হয়েছে। ছেলেরা নিজেরাই মুক্তির পথ খুঁজে নিয়েছে। আমরা আর থামতে চাই না। এটাই মরসুমের প্রথম শিরোপা, তবে শেষ নয়।”