।। প্রথম কলকাতা ।।
Nepal Plane Crash: রবিবার সকালে নেপালে (Nepal) এক যাত্রীবাহী বিমান ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে। গন্তব্যে অবতরণের কিছু মুহূর্ত আগে যাত্রীসহ ভেঙে পড়ে বিমানটি (Plane)। সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু যাত্রীর। জানা গিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের (Yeti Airlines) এটিআর-৭২ এ মোট ৬৮ জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে ছিলেন চারজন ক্রু সদস্য। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৬৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ওই বিমানের মধ্যে নেপালি যাত্রী ছাড়াও ছিলেন ভারত, আয়ারল্যান্ড, ফ্রান্সের যাত্রীরা। বিমানে থাকা পাঁচজন ভারতীয় যাত্রীদের নাম প্রকাশ করেছে ইয়েতি এয়ারলাইন্স। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ওই পাঁচজন ভারতীয় (Indian) বিমান যাত্রী হলেন বিশাল শর্মা, অভিষেক কুশওয়াহা, সনু জয়সওয়াল , সঞ্জয় জয়সওয়াল, অনিল কুমার রাজভর।
এছাড়াও দুর্ঘটনাস্থল থেকে পরবর্তীতে আরও দুজনকে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়। তবে তাঁরা গুরুতর জখম বলে জানা গিয়েছে। তড়িঘড়ি ওই দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরা দুজনেই নেপালের নাগরিক। তাদের শারীরিক অবস্থা বর্তমানে অতি সঙ্কটজনক, এমনটাই জানা গিয়েছে আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে। অন্যদিকে ওই দুইজন ছাড়া উদ্ধার করা বাকি যাত্রীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এই বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি রয়েছে এমনটাই জানিয়েছে নেপালের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সে দেশে এমন দুর্ঘটনা ঘটার কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সোমবার।
#BREAKING Death toll from Nepal plane crash rises to at least 67: police pic.twitter.com/UzmE4I7pPZ
— AFP News Agency (@AFP) January 15, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম