।। প্রথম কলকাতা ।।
ভারতে বৈদেশিক লগ্নি বাড়াতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্র। প্রোডাকশন লিঙ্ক স্কিম (PLI Scheme) নিয়ে নতুন প্রস্তাব পেশ করলো মোদী সরকার। আইটি হার্ডওয়্যারের ক্ষেত্রে বিদেশী সংস্থাগুলির জন্য ইনসেন্টিভ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মূলত, একাধিক আন্তর্জাতিক আইটি হার্ডওয়্যার প্রস্তুতকারক সংস্থা যেমন Dell, Samsung, Apple, HP তাদের উৎপাদন পরিষেবা চীন থেকে অন্যান্য বিকল্প দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই সুযোগ কাজে লাগাতে সম্প্রতি মাঠে নেমেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের তরফে জারি হয়েছে সংশ্লিষ্ট খসড়া নীতি। পিএলআই প্রকল্পে আর্থিক ব্যয় ২.৫ গুণ, প্রায় ১৯,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রেখেছে সরকার। পাশাপাশি উপরোক্ত সংস্থাগুলি যাতে ভারতে উৎপাদন পরিষেবা গড়ে তোলার জন্য উৎসাহ পায় তার জন্য ইনসেন্টিভের পরিমাণ দ্বিগুণ করার কথা ভাবছে সরকার।
ডবল ইনসেন্টিভ
আইটি হার্ডওয়্যার পিএলআই ২.০ খসড়া নীতি জারি করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীদারদের থেকে এই বিষয়ে নির্দিষ্ট মতামত চেয়েছে কেন্দ্র। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুনর্গঠিত স্কিমটির লক্ষ্য পাঁচ বছরে ৪ থেকে ৫.৭৫ শতাংশ ইনসেন্টিভ প্রদান করা। যেখানে বর্তমানে চার বছরের মেয়াদে ১ থেকে ৪ শতাংশ ইনসেন্টিভ প্রদান করা হয়। সম্পূর্ণ প্রকল্পে যে অর্থ বরাদ্দ করা হয়েছে ৭,৩৫০ কোটি টাকা তা বাড়িয়ে প্রায় ১৯,০০০ কোটি টাকা করার পরিকল্পনা করছে সরকার।
সংস্থাগুলির জন্য গড় ইনসেন্টিভের হার ৫ বছরের মেয়াদে ২.২১ শতাংশ থেকে ৫.৩৪ শতাংশ করতে চায় কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, আলোচনার পর সংশোধিত স্কিমটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করা হবে। নতুন স্কিম অর্থাৎ পিএলআই ২.০ বর্তমান প্রকল্পের অধীনে নির্বাচিত সমস্ত সংস্থার জন্য প্রযোজ্য হবে।
তবে স্থানীয়করণের শর্ত বহাল থাকবে
এই স্কিমের অর্থ এই নয় যে উক্ত সংস্থাগুলি তাদের সিদ্ধান্তে উৎপাদন সংগঠিত করবে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, প্রত্যেকটি সংস্থাগুলিকে স্থানীয়করণ (Localization) শর্ত মেনে চলতে হবে। এর পাশাপাশি অনুসরণ করতে হবে ডোমেস্টিক প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি লাইন (PCBA)। তবেই প্রথম বছরে ৪ শতাংশের সুবিধা পাবে সংস্থাগুলি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম