।। প্রথম কলকাতা ।।
Puja Tips: প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতেই নিত্য পুজোর নিয়ম রয়েছে। পুজো-পাঠের মাধ্যমে ভগবানের আশীর্বাদ নিতে চান তাঁরা। আর পুজো (Puja) করার জন্য বেশ কিছু উপকরণ রয়েছে। যেগুলি প্রতিদিনই জোগাড় করতে হয়। যেমন ধরুন ফুল, ফল, প্রদীপ, ধূপ এইগুলি। প্রত্যেকটি ধর্মীয় কাজেই প্রদীপ জ্বালানো হয়। প্রদীপের শিখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু কখন কোথায় আর কীভাবে প্রদীপ জ্বালানো উচিত সেটা জানা খুবই প্রয়োজন। জ্যোতিষ শাস্ত্রে (Astrology) অবশ্য এই নিয়ম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।
* প্রদীপ দিয়ে আরতির নিয়ম
- জ্যোতিষশাস্ত্র বলছে, দেবতার মূর্তি কিংবা ছবির সামনে প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপটি নিয়ে দেবতার চরণে তিনবার আরতি করতে হবে। তারপর মুখ থেকে পা পর্যন্ত নামিয়ে আনতে হবে দুবার । পরবর্তীতে তিনবার দেবতার সামনে ওঁম আকৃতিতে প্রদীপটি (Light) ঘোরাতে হবে। বলা হয় এটাই প্রদীপ দিয়ে আরতি করার সঠিক নিয়ম।
- প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোন ব্যক্তি যদি রোজ সন্ধ্যায় একটি করে প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের নিচে রাখেন তাহলে তাঁর বাড়িতে কোন অশুভ শক্তি (Negative energy) বিরাজ করতে পারে না। জ্যোতিষ শাস্ত্রেও একথা বলা হয়।
- তুলসী গাছের মতো অশ্বত্থ গাছের নিচেও প্রদীপ রাখার নিয়ম রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। অমাবস্যার রাতে অশ্বত্থ গাছের নিচে খাঁটি ঘি দিয়ে জালানো প্রদীপ রাখলে পিতৃপুরুষরা খুশি হন। এমনটাই কথিত রয়েছে।
- জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রতি বৃহস্পতিবার কোন কলা গাছের নিচে প্রদীপ জ্বালালে দুরারোগ্য ব্যাধি দূরে যেতে পারে। তবে শুধুমাত্র ঘি দিয়েই সেই প্রদীপ জ্বালাতে হয়।
প্রদীপ জ্বালানো ছাড়া যে কোন পুজো, জপ, আচার, অনুষ্ঠান সফল হয় না। এই বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বহু যুগ আগে থেকেই রয়েছে। তবে জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু বিশেষজ্ঞরা বলেন, পুজোর সময় প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রদীপের শিখায় দেবতাদের আরতি করা হয়। তবে সেই প্রদীপ কোথায় কীভাবে জ্বালাতে হবে এবং কীভাবে আরতি করতে হবে এটা জানা অত্যন্ত প্রয়োজন। বলে রাখা ভালো, প্রতিবেদনে উল্লেখ করা প্রত্যেকটি তথ্য একেবারেই সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে। এই ধরনের কোন তথ্যকে নিশ্চিত করে না প্রথম কলকাতা। এই সংক্রান্ত বিষয়ে আরও গভীরে জানতে অবশ্যই কোন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম