।। প্রথম কলকাতা ।।
Netaji’s Flag Hoisting: আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল এই প্রশ্নের উত্তরে দেশের বাচ্চারাও বলে উঠবে ১৯৪৭ সালের ১৫ আগস্ট। কিন্তু তার আগেই ভারতবর্ষে স্বাধীনতার পতাকা উড়েছিল। আর সেই পতাকা উত্তোলন করেছিলেন জনজাতির নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষে (India) প্রথম স্বাধীনতার জাতীয় পতাকা কোথায় এবং কবে উত্তোলন করা হয়েছিল ? এই সম্পর্কে হয়তো অনেকেই কিছু জানেন না। প্রায় ৮০ বছর আগে ব্রিটিশ শক্তির অধীনে থাকা ভারতবর্ষের একটি জায়গা স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছিল। যার নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু (Subhashchandra Bose)। সেই জায়গাটি হল ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman Nicobar Island)।
সালটা তখন ১৯৪৩। ২১ অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার (Azad Hind Government) প্রতিষ্ঠা করলেন। এই সরকার ছিল ভারতের প্রথম স্বাধীন অস্থায়ী সরকার। যাকে স্বীকৃতি দিয়েছিল জাপান, ইন্দোনেশিয়া, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়া, বার্মার মতো আরও বেশ কয়েকটি দেশ। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের নেতৃত্বে গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ (Azad Hind Fauj) । তিনি এই বাহিনীর প্রথম সারিতে ছিলেন। এই বাহিনী গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ (Second World war) চলাকালীন। ব্রিটিশ অধীনতা থেকে ভারতকে মুক্ত করার দৃঢ়প্রতিজ্ঞায় আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন সুভাষচন্দ্র।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানিদের (Japanese) মিত্র শক্তি হিসেবে কাজ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী। ১৯৪৩ সালের একেবারে শেষের দিকে আজাদ হিন্দ সরকার জাপানিদের কাছ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দখল নিয়ে নেয়। আর তারপর ঘোষণা করা হয়, এই বছরের একেবারে শেষেই ভারতের মাটিতে গিয়ে উপস্থিত হবে আজাদ হিন্দ ফৌজ। নেতাজি ২৯ ডিসেম্বর ১৯৪৩ সালে পোর্ট ব্লেয়ারে (Port Blair) এসে হাজির হন। আর তারপরের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর তিনি পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে প্রথম ভারতের স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন (India’s National Flag Hoist) করেছিলেন। এখন অবশ্য পোর্ট ব্লেয়ারের সেই জায়গাটি নেতাজি স্টেডিয়াম নামেই পরিচিত।
সেই সময় অবশ্য ভারত ব্রিটিশ শক্তির থাবা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করেনি। তবে ৩০ ডিসেম্বর ১৯৪৩ সালে অবশ্যই ভারত ২০০ বছরের পরাধীনতার গ্লানি থেকে আংশিক হলেও মুক্তির স্বাদ শুষে নিতে পেরেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে সেদিন ভারতের প্রথম স্বাধীন অংশ হিসেবে ঘোষণা করেন। ফলে আন্দামান ব্রিটিশ শক্তির হাত থেকে মুক্তি পায়।
তবে ২০২৩ সালে ভারতে যে পতাকা আমরা দেখতে পাচ্ছি সেই জাতীয় পতাকা কিন্তু প্রথম থেকেই এমন ছিল না। সময়ের সাথে সাথে নানা ভাবে ভারতের জাতীয় পতাকার বদল এসেছে। সবশেষে ১৯৪৭ সালে গিয়ে বর্তমান জাতীয় পতাকার নকশা স্থির করা হয়। এর আগে প্রায় ছয়টি জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল ভারতের জন্য। প্রথম ১৯০৬ সালে যে পতাকাটি ভগিনী নিবেদিতা তৈরি করেছিলেন। সেখানে লাল হলুদের সঙ্গে নীল স্ট্রিপ যোগ করা হয়েছিল এবং বাংলার বদলে দেবনগরী ভাষাতে লেখা হয়েছিল বন্দেমাতরম। তারপর ১৯০৬ সালেই লোটাস পতাকা বা ক্যালকাটা ফ্ল্যাগ তৈরি করেন শচীন্দ্র প্রসাদ বোস ও সুকুমার মিত্র।
১৯০৭ সালে দ্য বার্লিন ফ্ল্যাগ নকশাটি তৈরি করেছিলেন ম্যাডাম ভিকাজি কামা, বিনায়ক দামোদর সবরকর এবং শ্যামাজি কৃষ্ণবর্মা। ১৯১৭ সালে সেটি পরিবর্তন করে হোমরুল ফ্ল্যাগ তৈরি করা হয়। ১৯২১ সালে প্রথম ভারতের জাতীয় পতাকায় চক্র আসে। তারপর ১৯৩১ সালে প্রথম তেরঙ্গা পতাকা তৈরি করা হয়। তবে সেখানে রঙ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় পতাকার রঙে পরিবর্তন আনেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়া।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম