।। প্রথম কলকাতা ।।
Market Price: আবহাওয়ার বিশাল পট পরিবর্তন, যার প্রভাব পড়বে কাঁচা সবজির দরে (Vegetable Price)। কৃষকরা (Farmers) ইতিমধ্যেই প্রমাদ গুনছেন। চারিদিকে কুয়াশা। আর কুয়াশা মানেই কপি ক্ষেতের চরম ক্ষতি। বিশেষ করে ফুলকপি (Cauliflower) নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক সপ্তাহ যদি টানা এইভাবে কুয়াশা ঘেরা আবহাওয়া থাকে তাহলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। এমনি থেকেই তাদেরকে জলের দরে সবজি বিক্রি করতে হচ্ছে। সেভাবে মুনাফা পাচ্ছেন না। তার উপর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে লোকসানের বোঝা বাড়তেই থাকবে। কলকাতা (Kolkata) এবং তার আশেপাশের এলাকা গুলিতে মোটামুটি এখন সবজির দাম কেজি প্রতি ৩০ টাকার কাছে ঘোরাঘুরি করছে। গ্রামাঞ্চলের দিকে আপনি ৫০ টাকাতেও বেশ কয়েকটি সবজি পেয়ে যাবেন। তবে খুচরো বাজার আর পাইকারি বাজারের দামের মধ্যে বিস্তার পার্থক্য। অঞ্চল ভেদেও দামের পার্থক্য রয়েছে। টমেটো এখন নেমে এসেছে কিলো প্রতি ১০ টাকা কেজিতে। একটু দাম বেশি সবজির তালিকায় রয়েছে বিন, করলা, বেগুন, গাজর প্রভৃতি। এক নজরে দেখে নিন সবজির দরদাম।
কুমড়ো – ২০ থেকে ২৫ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ৫ থেকে ১০ টাকা পিস
শশা – ৩৫ থেকে ৪০ টাকা
গাজর- ১৫ থেকে ২৫ টাকা
বিন কড়াই- ৩৫ থেকে ৪৫ টাকা
টমেটো- ১৫ থেকে ২৫ টাকা কেজি
ধনেপাতা – ৩৫ থেকে ৪০ টাকা ( বান্ডিল ২ থেকে ৪ টাকা )
করোলা – ৩৫ থেকে ৪৫ টাকা
মুলো- ৩ থেকে ৫ টাকা পিস
পিয়াঁজকলি – ২৫ থেকে ৩৫ টাকা
বেগুন- ২৫ থেকে ৩০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ১৫ থেকে ২৫ টাকা
সিম – ২৫ থেকে ৩৫ টাকা
মটরশুঁটি- ৪৫ থেকে ৬০ টাকা
নতুন আলু- ১২ থেকে ১৩ টাকা
পুরনো আলু- ১২ থেকে ১৪ টাকা
চন্দ্রমুখি আলু – ১৭ থেকে ২০ টাকা
পিঁয়াজ – ৩০ থেকে ৪৫ টাকা
আদা- ৬০ থেকে ৭০ টাকা
রসুন – ৮০ থেকে ৯০ টাকা
ক্যাপসিকাম – ৩৫ থেকে ৪৫ টাকা
কচু – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচকলা – ৩ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
***অঞ্চল ভেদে দামের পার্থক্য রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম