।। প্রথম কলকাতা ।।
Make-up Remover: প্রতিদিন ভারী মেকআপ না করলেও বাইরে বেরোলেই অল্পস্বল্প লাইনার কিংবা মাশকারা অথবা একটা ওয়াটারপ্রুফ লিপস্টিক পড়েই থাকেন মহিলারা। কাজে দিনের শেষে সেইটুকু প্রসাধনীকেও মুখ থেকে একেবারে সরিয়ে ফেলতে চান তাঁরা। অবশ্যই ত্বকের যত্ন নিতে গেলে এইটুকু করতেই হবে। আর যদি ভারী মেকআপ করা হয় সেখানেও মেক আপ রিমুভারের (Make up Remover) একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা মেকআপ পরিষ্কার করার জন্য বাজার থেকে বিভিন্ন মেকআপ রিমুভার কিনে আনি। কিন্তু কখনও ঘরোয়া কোন পদ্ধতিতে মেকআপ রিমুভ করে দেখেছেন ?
বিদেশে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তেল। যেগুলি ওয়াটারপ্রুফ মেকআপ প্রোডাক্টকে খুব সহজেই মুখ থেকে সরিয়ে দেয়। আপনিও বহুমূল্যের মেকআপ রিমুভারের বদলে আমন্ড ওয়েল (Almond Oil) মেকাপ রিমুভার হিসেবে ব্যবহার করে দেখতে পারেন। আমন্ড অয়েল ব্যবহারের অন্যতম একটি উপকারিতা হল, এর মধ্যে কোনরকম কেমিক্যাল পণ্য ব্যবহার করা হয় না। তাই আপনার ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনরকম সম্ভাবনা নেই। এছাড়াও এই তেলটি যে কোন ওয়াটারপ্রুফ মেকআপ থেকে সাধারণ মেকআপ প্রোডাক্ট সুন্দরভাবে তুলে ফেলতে সাহায্য করে।
যাদের সেনসিটিভ স্কিন (Sensitive Skin) তাঁরা সব রকমের রাসায়নিক পণ্য ব্যবহার করতে পারেন না । তাঁরা কিন্তু মেকআপ রিমুভার হিসেবে আমন্ড অয়েলকে বেছে নিতে পারেন। কারণ এতে কোনরকম ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর সর্বোপরি আমন্ড অয়েল ত্বকের জন্য খুবই উপকারী। চুলের যত্নেও আমন্ড তেল ব্যবহার করা হয়ে থাকে। মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তুলে ফেলার পর অনেক সময় খসখসে হয়ে যায় ত্বক। কিন্তু আমন্ড অয়েল দিয়ে মেকআপ তোলার পর সেই সমস্যাটি দেখা যাবে না। বরং আপনার ত্বক কিছুটা চকচকে থাকবে। আমন্ড অয়েল ব্যবহার করলে ত্বকের প্রদাহ, লালচে ভাব, চুলকানি এই ধরনের সমস্যাগুলি থেকেও মুক্তি মেলে।
মেকআপ রিমুভার হিসেবে কীভাবে আমন্ড অয়েল ব্যবহার করবেন ?
এই কাজটি খুবই সহজ। আপনাকে মেকআপ তোলার জন্য পরিমাণ মতো আমন্ড অয়েল নিয়ে মুখের হালকা হাতে ম্যাসাজ করতে হবে। ভালোভাবে গোটা মুখ ম্যাসাজ করে নেওয়ার পর কটন প্যাড গোলাপ জলে ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন। আর তারপর আপনার পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখটি একবার ভালোভাবে ধুয়ে নিন। এই আমন্ড অয়েল মেকআপ রিমুভার হিসেবে অল্প খরচে স্বাস্থ্যকর উপাদান বলাই যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম