।। প্রথম কলকাতা ।।
Chanchal Chowdhury: প্রত্যেক সন্তানের কাছেই বাবা-মা সমান গুরুত্ব পায়। বাবা-মার কাছে যে আবদার অতি সহজেই করে ফেলা যায়, তা অন্য কারোর কাছে করা যায় না। হঠাৎই মনে হল, মার গলা জড়িয়ে ধরে থাকি। কারণ কিছুই না, অদ্ভুত শান্তি পাওয়া যায়। এরকমই কিছু শান্তি ছোটবেলায় অনুভব করেছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তাঁর ক্ষেত্রে বাবার ব্যাপারটা ছিল আলাদা। ছোটবেলা থেকেই ভয় পেতেন বাবাকে। তাই মার মত বাবাকে আচমকা জড়িয়ে ধরতে পারতেন না। মনে হতো যদি থাপ্পড় খেয়ে যান। ছেলেবেলা থেকেই বাবার মধ্যে গুরু-গম্ভীর ব্যাপার দেখে এসেছেন। সেইসঙ্গে অর্থনৈতিক টানাপোড়নের কারণে বাবার মেজাজ প্রায়শই উচ্চে থাকত। তাই গলা জড়িয়ে ধরা তো দূর অস্ত, পারতপক্ষে সামনে খুব কমই যেতেন।
শুক্রবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লেখেন ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেতা। সম্প্রতি বাবাকে হারিয়েছেন চঞ্চল বাবু। এদিন বাবার সঙ্গে কাটানো পুরনো দিনগুলি মনে করেছেন অভিনেতা। লিখেছেন, পড়ালেখায় ফাঁকি দিতেন বলে কপালে প্রায় জুটেছে বেতের হালকা বাড়ি। বাবা শিক্ষক মানুষ তাই তাঁর কাছে প্রচুর জোড়া বেত থাকত। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে মানুষটাও বদলেছে। তাঁর বড় হবার সঙ্গে সঙ্গে অন্য এক বাবাকে পেয়েছেন। বেশ হাসি খুশি, মাঝেমধ্যে ফুর্তিও করেছেন নাতি-পুতিদের সঙ্গে। ততদিনে অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে গিয়েছে। মনে হয়, এই কারণে বিরাট প্রেশার ছিল ভদ্রলোকের মাথায়। এভাবেই অনেকগুলি বছর কেটে গিয়েছে।
সৃজিতের মৃণালের কথায়, বাবাকে জড়িয়ে ধরে বেশ ভালো লাগতো। বাবার বুকের আওয়াজটা অনুভব করতাম। বাবাকে শেষ জড়িয়ে ধরেছিলাম মাস দুয়েক আগে, আমার বাসায়। তার পর বাবা বাড়ি ফিরে গেল। ৩০ দিন আগে ঢাকা ফিরল অচৈতন্য অবস্থায়। আর তার পর হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় ১৫ দিন থেকে হারিয়ে গেল কোথায় যেন। আর আমাদের গলা জড়িয়ে ধরা হল না।
পোস্ট শেষে অভিনেতা লেখেন, জানিনা আবার কবে দেখা হবে? কবে আবার গলা জড়িয়ে ধরব। এদিন দীর্ঘ পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাঁর বাবার ছবির আশপাশ সাজানো রয়েছে ফুল দিয়ে। ছবির সঙ্গে রয়েছে পোস্টারও। যেখানে লেখা, ‘তুমি রবে নীরবে’। এদিন পোস্ট শেষে অভিনেতা লিখেছেন, ‘গতকাল বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। কত মানুষ উপস্থিত হয়েছে অনুষ্ঠানে। সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের প্রার্থনায় বাবাকে রাখবেন’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম