।। প্রথম কলকাতা ।।
Imran Khan: প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। নিজের চকলেট বয় ইমেজ দিয়ে সকলের মন জয় করেছিলেন। কিন্তু আচমকাই বলিউড থেকে বিদায় নিয়েছেন এই তারকা। আব্বাস টায়রেওয়ালার পরিচালনা ও আমির খানের (Aamir Khan) প্রযোজনায় ‘জানে তু ইয়া জানে না’ ছবির দরুন বলিউড পেয়েছিল এক নতুন ট্যালেন্টকে। তাঁর আরেকটি পরিচয় হল, সম্পর্কে সে আমির খানের ভাগ্নে। সকলেই ভেবেছিলেন লম্বা রেসের ঘোরা হবেন ইমরান (Imran Khan)। কিন্তু বরং উল্টোটাই হয়েছে। আজ জন্মদিন অভিনেতার। জন্মদিনের শুভেচ্ছা তাঁকে।
অভিনেতার আসল নাম ইমরান পাল। তাহলে তিনি খান পদবী ব্যবহার করেন কেন? উল্লেখ্য, অভিনেতার বাবা ছিলেন হিন্দু বাঙালি, নাম অনিল পাল, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মা একজন সাইকোলজিস্ট। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের বিয়ের আগের পদবী ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। আর তাতেই ইমরান পাল হলেন ইমরান খান। অনেকে যদি মনে করে থাকেন ‘জানে তু ইয়া জানে না’ (Jaane Tu Ya Jaane Na) তাঁর প্রথম ছবি, তাহলে ভুল হবেন। বলিউডে নায়ক হিসেবে তিনি এই ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেও, শিশুশিল্পী হিসেবে আগেই রূপোলি পর্দায় পা রেখেছেন অভিনেতা।
‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গেয়েছিল তাঁকে। ছোটবেলায় উটির গুরুকূলে পড়াশোনা করেছেন তিনি। সেখানে নিজের কাজকর্ম নিজেই করেছেন। যেমন- নিজের পোশাক ধোয়া থেকে শুরু করে সবকিছু। নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে ছবি তৈরির কোর্স করেছেন ইমরান। আমির খানের মতো তাঁর ক্ষেত্রেও ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ট্যাগ যায়। ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’তে অভিনয়ের আগে তিন মাস দিল্লিতে থেকেছিলেন ইমরান। হরিয়ানভি ভাষা শিখবেন বলে সেখানে তাঁর থাকা। ‘জানে তু ইয়া জানে না’, ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’, ‘ডেলহি বেলি’র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। রান্না তাঁকে মন শান্ত রাখতে সাহায্য করে। ভাত, ডাল, তরকা তাঁর প্রিয় খাবার। ২০১৩-তে অভিনেতার স্ত্রী অবন্তিকা মালিক, মা নুজহাত খান ও তিনি মিলে একটি চার একর জমি কিনেছিলেন। ইমরানের ইচ্ছে ছিল, সেখানে একটি পশুশালা তৈরি করবেন। অনাথ গবাদি পশুরা আশ্রয় পাবে সেখানে। সঙ্গে পশু চিকিৎসকেরও ব্যবস্থা থাকবে। দীর্ঘদিন হয়ে গিয়েছে বলিউড থেকে বিদায় নিয়েছেন এই তারকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম