।। প্রথম কলকাতা ।।
Shade Net Farming: চিরাচরিত চাষের পদ্ধতি থেকে বেরিয়ে এসে বর্তমানে কৃষকরা নতুন পদ্ধতি অবলম্বন করছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের নতুন পদ্ধতি অবলম্বন তেমন লাভজনক মনে না হলেও কিছু কিছু পদ্ধতি কৃষকদের ব্যাপক সুবিধা দিয়েছে। যার কারণে সেগুলি বর্তমানে কৃষক মহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে । তাদের মধ্যে একটি হল শেড নেট পদ্ধতি (Shade Net Farming Process)। এই পদ্ধতিতে পান চাষ করা হয় রাজ্যে। বিগত কয়েক বছর ধরে এই পদ্ধতিতেই বাংলায় পান চাষ করা হয়। কিন্তু এই শেড নেট পদ্ধতিকে বর্তমানে অন্যান্য ফসল চাষ করার জন্যও কাজে লাগানো হচ্ছে।
তবে শেড নেট পদ্ধতি আসলে কী ? এটা হয়তো অনেকেরই মনের প্রশ্ন। চলুন আলোচনা করা যাক শেড নেট পদ্ধতি সম্পর্কে।
* শেড নেট পদ্ধতি কী?
খোলামেলা পরিবেশের মধ্যে একটি অন্য পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে শেড নেট। এটি সাধারণত প্লাস্টিক বা এইচডিপিই দিয়ে তৈরি একটি জাল (Net)। যা ফসলকে তীব্র সূর্যালোকের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই শেড নেট দিয়ে তৈরি ঘর খানিকটা গ্রিনহাউজের মত হয়। যে ফসল চাষ করার জন্য যতটা সূর্যের আলো প্রয়োজন ততটুকু বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে এই শেড নেটের মাধ্যমে। গ্রিনহাউজ (Greenhouse) আর শেডনেট হাউজ একই উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। সেখানে বিভিন্ন ফসল সুন্দরভাবে বেড়ে ওঠে। কীটপতঙ্গ থেকে শুরু করে পাখি, শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া, কুয়াশা অথবা অতিরিক্ত তাপমাত্রায় ফসল নষ্ট হয় না শেড নেটের জন্য।
* শেড নেট কেন ব্যবহার করা হয় ?
এমন অনেক ফসল রয়েছে যেগুলো চড়া রোদে অথবা বেশি তাপমাত্রায় (High Temperature) ভালো ফলন দেয় না। কিছুটা ছায়াযুক্ত (Shady) পরিবেশ তৈরি করে দিলেই সেগুলি তুলনামূলকভাবে আরও বেশি ফলন দিতে শুরু করে। সেই সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি করার জন্য সবজি চাষে শেড নেটের ব্যবহার দেখা যায়। অভিজ্ঞ কৃষকরাই জানিয়েছেন, এমন বেশ কিছু ফসল রয়েছে যেগুলি খোলা মাঠে চাষ করলে যতটা ফলন দিত শেড নেট ব্যবহার করার ফলে তার থেকে ৩০-৫০ শতাংশ বেশি ফলন দিচ্ছে। এছাড়াও কোন ফসল চাষ করার জন্য নির্দিষ্ট ঋতুর অপেক্ষা করতে হয় না। বছরব্যাপী শেড নেটের মধ্যেই বিভিন্ন ধরনের ফসল চাষ করা যায়।
* শেড নেটের মাধ্যমে কী কী সবজি চাষ করা হয় ?
বর্তমানে এই শেড নেট পদ্ধতিকে কাজে লাগিয়ে টমেটো, শসা, লেটুস, লঙ্কা ,ক্যাপসিকাম , ধনেপাতা , পালং শাক বিভিন্ন ধরনের ফুল প্রভৃতি চাষ করা হয়ে থাকে। খোলা মাঠে সেগুলি চাষ করতে গিয়ে অনেক সময় নানান অসুবিধার মুখে পড়তে হয় কৃষকদের। কিন্তু শেড নেটে সেই সমস্যা দেখতে পাওয়া যায় না। এটি তৈরি করার জন্য খুব একটা খরচাও করতে হয় না। ১০ থেকে ১৫ ফুট উচ্চতার বাঁশ কিংবা সিমেন্টের পিলার বা স্টিলের কাঠামো দিয়ে একটি ঘরের মতো তৈরি করতে হয় । আর তার উপরে জাল গুলি দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়ার ব্যবস্থা করলেই বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায় সেই শেড নেটে। এতে ৫০ শতাংশ সূর্যের আলো প্রবেশ করতে পারে । তাই একটা অন্ধকারময় পরিবেশ তৈরি হয়। তাপমাত্রাও বাইরের তুলনায় অনেকটাই কম থাকে। তাই গরমকালেও শীতের কিছু সবজি, ফসল , ফুল চাষ করা যায় এই শেডনেট হাউজের ভেতরে। এই পদ্ধতি কৃষকরা যত বেশি অবলম্বন করবেন ততই তাঁরা লাভের মুখ দেখবেন এমনটাই আশা করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম