।। প্রথম কলকাতা ।।
KYC: ব্যাংকের মতো এবার পরিচয়পত্রেও কেওয়াইসি। আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্সে নানান রকম তথ্যের বিভ্রান্তি কাটাতে এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনই তথ্য সামনে এসেছে।
শুরুটা হয়ে গিয়েছে আধার কার্ডের মাধ্যমে। গত সপ্তাহেই সংশোধনী আনা হয়েছে আধার রেগুলেশনের বিধি নিয়মে। আধার কার্ডে থাকা তথ্যের প্রামাণ্য নথি জমা করতে হবে প্রতি ১০ বছর অন্তর। এই নির্দেশিকা আবশ্যিক বলে চাপিয়ে না দিলেও দেশের নাগরিকদের সব বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে প্রতি ১০ বছরে একবার কেওয়াইসি জমা করাটা তাদের স্বার্থেই প্রয়োজন। পাশাপাশি ঠিকানা বা ফোন নাম্বার বদল হলে তার সঙ্গে সঙ্গে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই নিয়ম এবার সব পরিচয় পত্রের ক্ষেত্রে চালু হচ্ছে। অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড , পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ডের তথ্য সর্বত্র এক থাকতে হবে। প্রধানত নামের বানান ও ঠিকানা। ইতিমধ্যেই দেখা যাচ্ছে দফায় দফায় প্যান এবং আধারের সংযোগ সময়সীমা বাড়ানো হচ্ছে। সরকারি আধিকারিকেরা দেখছেন একই ব্যক্তির বিভিন্ন পরিচয় পত্রের ঠিকানা বা প্রয়োজনীয় অন্যান্য তথ্য আলাদা। আধার কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ হয়নি কোটি কোটি গ্রাহকের। সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজটারি তথ্য ভান্ডারে নাগরিকদের সব কার্ডের তথ্যই এক থাকুক। তার উপরই কাজকর্ম চলছে। ভোটার কার্ডের ক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের বলা হচ্ছে নিয়ম করে প্রতিটি কার্ডের সাম্প্রতিকতম তথ্য সংযুক্ত করুন। একইভাবে প্যান, পাসপোর্ট, রেশনের ক্ষেত্রে তথ্য বদল হলে তৎক্ষণাৎ সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম