।। প্রথম কলকাতা ।।
Akbar Hossain Pathan (Farooque): ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা তিনি। কিন্তু আজ এমন অবস্থা যে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছেন না! আর সেই কারণে দেশে ফিরতে পারছে না তিনি। ‘Desh TV News’ সূত্রে, সিঙ্গাপুরের (Singapore) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিগত দু’বছর ধরে চিকিৎসাধীন আকবর হোসেন পাঠান (ফারুক) (Akbar Hossain Pathan)। সুস্থ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তাঁর শরীর বেশ ভালো রয়েছে বলে জানিয়েছেন, স্ত্রী ফারহানা ফারুক। কিন্তু সুস্থ হওয়া সত্বেও দেশে ফেরা হচ্ছে না তাঁর। কারণ তাঁর পরিবারের কাছে হাসপাতালের বিপুল পরিমাণ বিল পরিশোধ করার মতো টাকা নেই।
দেশবাসীর প্রার্থনায় অভিনেতা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেছেন, ‘দেশের মাটিতে ফিরতে তো সবারই মন চায়। সিঙ্গাপুরের হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসা নিচ্ছি। ওই হাসপাতালের চিকিৎসা অনেক ব্যয়বহুল। বিল অনেক টাকা ছাড়িয়ে গিয়েছে। সম্পত্তি বিক্রি করে ও ব্যাঙ্কে যা টাকা ছিল, তা দিয়ে কিছু বিল মিটিয়েছি। এখন চেষ্টা করছি বাকি বিল পরিশোধ করার। সমস্ত বিল পরিশোধ করলেই হাসপাতাল থেকে ছুটি পাওয়া যাবে। বলতে গেলে, হাসপাতাল থেকে ছুটি নির্ভর করছে বিল পরিশোধের উপরই’।
উল্লেখ্য, ২১-এর ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেতা (Dhallywood Industry)। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, স্নায়ুতন্ত্রের মতো নানাবিধ সমস্যায় ভুগছিলেন তিনি। কিন্তু এখন সুস্থ থাকলেও, দেশে ফিরতে পারছেন না এই অভিনেতা। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন প্রথমে। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে ‘আবার তোরা মানুষ হও’ ও ‘আলোর মিছিল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফারুক। পাশাপাশি ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোটমা’, ‘ঘর জামাই’ সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন। ‘যুগান্তর’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী এক দেড় মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম