।। প্রথম কলকাতা ।।
OnePlus 11 Expected Features: স্মার্টফোন জগতে ফের একবার বাজি ফাটাতে চলেছে OnePlus। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে টেক দুনিয়ায়। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যে এই হ্যান্ডসেটের বেশ কিছু ফিচার্স গণমাধ্যমে ছড়িয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, এই স্মার্টফোনে লেটেস্ট Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার করবে OnePlus।
এটি আসতে পারে 16GB Ram এর সাথে। থাকবে মেটাল ফ্রেম যা OnePlus 10 সিরিজেও দেখা গিয়েছিল। তবে এগুলি ছাড়াও আরও একাধিক ফিচার্স ফাঁস হয়েছে ইন্টারনেটে। একনজরে আসন্ন OnePlus 11 এর কিছু সম্ভাব্য ফিচার্স।
OnePlus 11 স্মার্টফোনের সম্ভাব্য ফিচার
ইন্টারনেটে বিভিন্ন টেক সংবাদ মাধ্যম দাবি করেছে, এটি আসতে পারে 6.7 ইঞ্চি 2K LTPO ডিসপ্লে-র সাথে যাতে মিলবে 120hz রিফ্রেস রেট। পূর্ববর্তী সিরিজগুলির মতো এটিতে Hasselblad ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে 50 মেগাপিক্সেল IMX890 সেন্সরযুক্ত প্রাইমারি ক্যামেরা, একটি 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং একটি 32 মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে সেলফির জন্য থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর।
5,000mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে দেখা যেতে পারে এই হ্যান্ডসেট। মিলবে 100 ওয়াট সুপারফাস্ট চার্জিংয়ের সুবিধা। যদিও OnePlus এর আগে 150 ওয়াটের চার্জিং বিকল্প প্রদান করেছে।
ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুসারে, এতে 16GB Ram পাওয়া যাবে এবং UFS 4.0 স্টোরেজ। যা পূর্ববর্তী স্মার্টফোনে ব্যবহৃত UFS 3.1 এর থেকে অনেক উন্নত এবং দ্রুত কাজ করে। পাশাপাশি এটি Android 13 ভিত্তিক OxygenOS 13 দ্বারা পরিচালিত হবে এবং কানেক্টিভিটির ক্ষেত্রে 5G এর বিকল্প থাকবে।
OnePlus 11 এর সম্ভাব্য দাম ও কবে লঞ্চ হতে পারে?
2023 সালের শুরু দিকে বাজারে দেখা যেতে পারে OnePlus 11। তবে সর্বপ্রথম এটি চীনের বাজারে লঞ্চ হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ফোনের দাম সম্পর্কিত কোনও তথ্য এখনও জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, এটি ভারতে 60,000
টাকা বা তার কাছাকাছি দামে লঞ্চ হতে পারে।