।। প্রথম কলকাতা ।।
Salt Business : লবণ ছাড়া খাবার তৈরি করা এবং খাবারের স্বাদ পাওয়া দুটোই ভীষণ মুশকিল। তাই ভারত কিংবা বাংলাদেশ বলুন অথবা বাইরের কোন দেশ, লবনের চাহিদা সব সময়ই থাকে বাজারে। এই ব্যবসা যদি কেউ ধৈর্য্য সহকারে করতে পারেন তাহলে লাভের মুখ অবশ্যই দেখতে পাবেন। আর এই লবণ ব্যবসার (Salt Packaging Business) অন্যতম একটি ভালো বৈশিষ্ট্য হল এই ব্যবসাটি আপনি অল্প পুঁজি হাতে রেখে শুরু করতে পারেন। তার জন্য আপনার মোটা অঙ্কের টাকা বিনিয়োগ (Invest) করার কোন প্রয়োজন পড়বে না।
কীভাবে আপনিও একজন সফল লবণ ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন ? চলুন জেনে নেওয়া যাক
* কত টাকা পুঁজি প্রয়োজন ?
আপনি যদি লবনের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে সব থেকে কম ১০ থেকে ১৫ হাজার টাকা পুঁজি হাতে রাখতে হবে। তাহলেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর একটু বড় করে ব্যবসা শুরু করতে গেলে এক লক্ষ টাকা বিনিয়োগ করলেই যথেষ্ট। আধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিন যদি ব্যবসায় ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালোভাবে ব্যবসা চলতে শুরু করবে । এই ব্যবসায় লাভের পরিমাণ থাকে ৬০ থেকে ৭০ শতাংশ।
* লবণ প্যাকেজিং ব্যবসার কাঁচামাল
লবণ প্যাকেজিং এর ব্যবসা শুরু করতে গেলে আপনাকে সাধারণ কাঁচামাল (Raw Materials) হিসেবে সংগ্রহ করতে হবে কাঁচা লবণ। এছাড়াও প্যাকেজিং করার জন্য বিভিন্ন সাইজের প্যাকেট।
* কীভাবে করবেন লবণের ব্যবসা ?
অবশ্যই আপনি বাড়িতে কারখানা বানিয়ে করে লবণ তৈরি করতে পারবেন না। তাই আপনাকে কাঁচা লবণ কিনে আনতে হবে। তারপরে সেই লবণ পরিমাণ মতো প্রত্যেকটি প্যাকেটে ভরে তাকে সিল করতে হবে। পরবর্তীতে আপনার ব্র্যান্ডের নাম দিয়ে সেই লবণ বাজারে বিক্রি হবে। আপনি হোলসেল হিসেবে লবণ বিক্রি করতে পারেন অথবা খুচরো হিসেবেও এই লবণ বিক্রি করতে পারেন।
* লবণের ব্যবসার মার্কেটিং কীভাবে করবেন ?
আপনি প্রথম দিকে অল্প লাভ রেখে বাজারে আপনার ব্র্যান্ডের (Brand) লবণ বিক্রি করতে পারেন । তার জন্য বেছে নিতে পারেন বড় বড় হোলসেলারদের। এছাড়াও এলাকার পাইকারি বাজারে নিজের ব্র্যান্ডের লবণ বিক্রি করতে পারেন। রাখতে পারেন ডিস্ট্রিবিউটর। তাদের মাধ্যমে লবণ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে পারেন । এছাড়াও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনার ব্যবসার প্রচার করতে পারেন। এখন বিভিন্ন ফ্লিপকার্ট, ইন্ডিয়া মার্কেট, amazon প্রভৃতি জায়গায় নিজের বিজনেস অ্যাকাউন্ট খুলে লবণ বিক্রি করতে পারেন । এই ব্যবসাকে দাঁড় করানোর জন্য আপনাকে যথেষ্ট মার্কেট রিসার্চ করতেই হবে।
* কতটা লাভজনক লবণের ব্যবসা ?
আপনি লবণ প্যাকেজিং এর ব্যবসা শুরু করলে প্রথমদিকে হয়তো খুব বেশি লাভ (Profit) থাকবে না। কিন্তু মার্কেট বুঝে সেই ভাবে ব্যবসা চালাতে হবে । বাজারে আপনি লবণ বিক্রি করতে পারেন ১০ টাকা অথবা ১৫ টাকা পাইকারি দামে। প্রতিদিন যদি এইরকম ১০০ কেজি বা ২০০ কেজি লবণ হোলসেলারদের কাছে বিক্রি করতে পারেন তাহলেই আপনার আয় দাঁড়াবে এক হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত । আর এক মাসের মাথায় সেই টাকার অঙ্ক প্রায় ৩০ হাজার থেকে ৬০ হাজার পর্যন্ত চলে যেতে পারে । কাজেই ছোট লবণ প্যাকিং এর ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই মার্কেট রিসার্চ শুরু করে দিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম