।। প্রথম কলকাতা।।
Weather update: নতুন বছরের শুরুতেই শীতপ্রেমীদের সমস্ত আক্ষেপ যেন মিটে গিয়েছে। রাজ্যে এখন শীতের ঝড়ো ব্যাটিং। যদিও সামান্য বেড়েছে তাপমাত্রা। তবে স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে পারদ। আর তাই হাড়কাপুনি শীত অনুভূত হচ্ছে কলকাতা থেকে জেলা সর্বত্রই।
চলতি শীতের মরসুমে পরপর দুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পতন হয়েছে। শনিবার থেকে অবশ্য মহানগরীর তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। রবিবার তা খানিক বেড়ে দাঁড়াল ১২.২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু তিন দিন ঠান্ডার (Cold ) এই আমেজ বজায় থাকবে কলকাতায়।
দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই নেমে গিয়েছে। রবিবার শীতের আমেজ ভালোই অনুভূত হবে গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের শীতল দিন আর দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের সর্তকতা কিছু এলাকায় ।আগামী আরো পাঁচ দিন শীতের স্পেল থাকবে রাজ্যে। উত্তরবঙ্গে কুয়াশা আর দক্ষিণে পরিষ্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিমের বাতাস (Wind) বইছে আবাধ গতিতে। তার প্রভাব থাকবে কলকাতা সহ রাজ্যে।
দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলে শৈত্য প্রবাহের সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা শৈত্য প্রবাহের কবলে পড়বে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী ৪৮ ঘন্টা শৈত্য প্রবাহের সতর্কতা জারি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম