।। প্রথম কলকাতা।।
Vastu Tips : প্রতিটি মানুষই বাড়ির সুখ-সমৃদ্ধি বজায় রাখার জন্য বাস্তুশাস্ত্রকে ভীষণভাবে মেনে থাকেন। বাড়িতে যদি ইতিবাচক শক্তি থাকে তবে নেতিবাচক শক্তি তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারে না। বাস্তুশাস্ত্রে ( Vastu Shastra) এমন বহু জিনিস কিংবা আসবাবপত্রের উল্লেখ রয়েছে যেগুলি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একই রকম ভাবে কিছু জিনিস এমনও রয়েছে যেগুলি বাড়িতে রাখলে অশান্তি সৃষ্টি হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র। তেমনই বেশ কিছু গাছ রয়েছে যেগুলি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল ক্রাসুলা গাছ (Crassula Plant) ।
বলা হয় এই ক্রাসুলা গাছ নাকি ধন কুবেরকে ( Kuber) পর্যন্ত সন্তুষ্ট করতে পারে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, এই গাছ বাড়িতে থাকলে পরিবারের সদস্যরা কখনও আর্থিক সংকটের মুখোমুখি হন না। এছাড়াও ধীরে ধীরে পরিবারের শ্রীবৃদ্ধি ঘটে। বাড়ির উত্তর দিকে একদম পরিষ্কার জায়গায় এই গাছ লাগানো হয় । অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার জায়গায় ক্রাসুলা গাছ রেখে থাকেন। বিশ্বাস করা হয় এই গাছ যেখানে থাকবে সেখানেই কুবেরের শুভ দৃষ্টি পড়বে । আর তাতেই ধন-সম্পদ বৃদ্ধি হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী , ভগবান শিব ( Shiva) কুবেরকে এই ক্রাসুলা গাছ উপহার দিয়েছিলেন । তাই এই গাছকে কুবের গাছ নামেও চিনে থাকেন অনেকে।
ক্রাসুলা গাছ লাগানোর সময় যে বিষয়গুলির দিকে বিশেষ খেয়াল রাখবেন :
* ক্রাসুলা গাছ সবসময় আলোযুক্ত স্থানে লাগানো হয়।
কখনও অন্ধকার জায়গায় ক্রাসুলা গাছ রোপণ করতে নেই। এতে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটে। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।
* ক্রাসুলা গাছে কোনভাবেই ধুলো জমতে দেওয়া যাবে না। এই গাছের পাতাগুলি যেহেতু মোটা মোটা হয় তাই তার উপরে খুব সহজেই ধুলো জমতে পারে। ধুলো জমলে তাতে বাস্তু দোষ উৎপন্ন হয়। এমনটাই মনে করা হয়। কাজেই এদিকে বিশেষ নজর রাখতে হবে।
* নির্দিষ্ট সময় অন্তর ক্রাসুলা গেছে জল দিতে হবে । গাছ যাতে বাড়িতে থাকাকালীন শুকিয়ে না যায় সেটা সব সময় মাথায় রাখতে হবে।
* বাড়ির প্রবেশপথের ডান দিয়ে ক্রাশুলা গাছ স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
* সবসময় ক্রাসুলা গাছ সবুজ রঙের পাত্রে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
* আপনি পদোন্নতির জন্য ক্রাসুলা গাছ নিজের কাজের জায়গায় রাখতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম