।। প্রথম কলকাতা।।
Clove Oil Benefits : ত্বক আর চুলকে একেবারে সবদিক থেকে সুন্দর রাখার জন্য বহু চেষ্টাই করে থাকি আমরা। আর সেই চেষ্টায় আমাদের পছন্দের তালিকায় সবার প্রথমে নাম আসে নামিদামি ব্র্যান্ডের প্রসাধনীর। কিছু কিছু আমাদের জন্য ভালোভাবে কাজ করলেও কিছু প্রসাধনী বরং ত্বক এবং চুলের ক্ষতি করে। আর যাদের ত্বক স্পর্শকাতর তাদের ক্ষেত্রে রাসায়নিক মিশ্রিত কৃত্রিম প্রোডাক্ট গুলি খুব একটা ভালো বলে মনে করা হয় না। এই সমস্ত ঝামেলা এড়িয়ে তাই প্রাকৃতিক জিনিসের ( Natural Ingredients) উপর ভরসা রাখাই ভালো। এতে অন্তত সাইডএফেক্ট হওয়ার কোন ভয় থাকে না।
যেমন ধরুন আপনার ত্বক এবং চুলের যত্নের জন্য আপনি নিজের রান্নাঘরে থাকা কোন উপকরণ যদি ব্যবহার করতে পারেন তাহলে একদিকে যেমন আপনার খরচ বাঁচবে ঠিক তেমনই হিতে বিপরীত হওয়ার মতো ভয় থাকবে না। এমনই একটি উপকরণ হল লবঙ্গ ( Clove) । আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে এবং চুলকে গোড়া থেকে মজবুত করার জন্য ভালো ভালো দামি প্রসাধনীর বিকল্প হিসেবে চোখ বন্ধ করে লবঙ্গের উপর ভরসা করা যেতে পারে । চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের তেল ( Clove Oil) কী কী ভাবে আপনার চুল ও ত্বকের যত্নে সাহায্য করতে পারবে।
* ত্বকের বলিরেখা মেটাতে : একটা সময় বয়স বাড়তে থাকার কারণে ত্বকে বলি রেখা ( Wrinkles) দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় বয়সের আগেই ত্বক বুড়িয়ে যায় এবং শুষ্ক ও নির্জীব দেখতে লাগে। সে ক্ষেত্রে আপনি লবঙ্গের তেল ব্যবহার শুরু করতে পারেন। এর মধ্যে অ্যান্টি এজিং উপাদান থাকে। তাই লবঙ্গে তেলের সঙ্গে অল্প একটু জল মিশিয়ে মুখে ভালোভাবে নিয়মিত ম্যাসাজ করলে একসময় দেখা যাবে আপনার ত্বকের বলি রেখা গুলি মিলিয়ে গিয়েছে এবং ত্বকে ফিরে এসেছে পুরনো লাবণ্য।
* ত্বকের কালো দাগ ছোপ দূর করা: যাদের কাজের কারণে প্রতিনিয়ত বাইরে যাওয়া আসা করতে হয় তাঁরা সূর্যের তাপ এবং দূষণ থেকে নিজেদের ত্বকে বাঁচাতে পারেন না । অনেক সময় ত্বকে কালো দাগ ছোপের ( Black Spot) সৃষ্টি হয়, ত্বক রুক্ষ হয়ে যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন । নিয়মিত যদি লবঙ্গের তেল মুখে ম্যাসাজ করা যায় তাহলে দাগ ছোপ দূর হয় এবং ত্বকের রক্ত সঞ্চালন অনেকটাই বৃদ্ধি পায়। যার ফলে ত্বক ভেতর থেকে হয়ে ওঠে হাসি খুশি।
* ব্রণ কমাতে : ব্রণের সমস্যা এমন একটি সমস্যা যা আপনার মুখের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে একেবারে। ব্রণ ( Pimple) কমার পরেও তার দাগ যে কমে যাবে এমন কোন নিশ্চিত বার্তা দিতে পারে না বহু দামীয় প্রোডাক্ট। সে ক্ষেত্রে বাজার থেকে কিনে আনা কোন প্রোডাক্ট ব্যবহার করার বদলে লবঙ্গের তেল ব্যবহার করা শুরু করুন। এটি আপনার ব্রণ কমাতে যতটা সাহায্য করবে ব্রণের দাগ দূর করতে ঠিক ততটাই সাহায্য করবে।
* চুলের যত্নে লবঙ্গ তেলের ব্যবহার : ত্বকের এত রকম সমস্যা দূর করতে লবঙ্গ তেল সাহায্য করে বলে ভাববেন না চুলের ক্ষেত্রে এর কার্যকারিতা কম। আপনার চুলকে ( Hair) রেশমের মতো সুন্দর করে তুলতে পারে , এমনই গুণ রয়েছে লবঙ্গ তেলের। এটি ব্যবহার করার বিশেষ কোনো ঝামেলা নেই । আধ চামচ লবঙ্গ তেল এবং আজ চামচ অলিভ তেল যদি একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে নিতে পারেন তাহলেই ফল পাবেন মাথায় তেল দেওয়ার পর সেটিকে কুড়ি মিনিট থেকে আধঘন্টা মত রাখুন। আর তারপর আপনার পছন্দের কোন শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে যদি অন্তত দুদিন এই তেল আপনি ব্যবহার করতে পারেন তাহলেই আপনার চুলের পরিবর্তন স্পষ্ট লক্ষ্য করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম