।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি ভারতের একাধিক চার চাকা প্রস্তুতকারক সংস্থা তাদের বিভিন্ন গাড়ি Global NCAP ক্র্যাশ টেস্টে পাঠায়। এই পরীক্ষা অনুসারে কোন কোন গাড়ি নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে বেশি সুরক্ষিত (Safest cars in India) সেই তথ্যই এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল। এমনিতে যদিও বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা সরকারের সাম্প্রতিক কড়া নিয়মবিধির কথা মাথাই রেখেই গাড়ি তৈরি করছে যার ফলে আগের থেকে নিরাপত্তা অনেক মজবুত হয়েছে চার চাকাগুলিতে। তবুও ক্র্যাশ টেস্টের ভিত্তিতে কোন গাড়ি সেরার সেরা চলুন জানা যাক।
Volkswagen Taigun
ভারতীয় রাস্তায় চলমান যে কটি চার চাকা রয়েছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ জার্মান অটোমোবাইল সংস্থা দ্বারা তৈরি Volkswagen Taigun। গাড়িটি Global NCAP টেস্টে 71.64 রেটিংয়ের সাথে 5 স্টার সেফটি রেটিং পেয়েছে। অ্যাডাল্ট ও চাইল্ড সেফটি দুই ক্ষেত্রেই ফাইভ স্টার রেটিং যুক্ত গাড়ি Volkswagen Taigun। ভারতীয় বাজারে গাড়িটির দাম শুরু হয়েছে 11.5 লক্ষ টাকা থেকে শুরু। এটি একটি 5 সিটার গাড়ি।
আরও পড়ুন : Volkswagen Tiguan এক্সক্লুসিভ এডিশন লঞ্চ হল ভারতে, একনজরে গাড়ির খুঁটিনাটি
Skoda Kushaq
কম্প্যাক্ট এসইউভি গাড়ি তালিকায় উজ্জ্বল নাম Skoda Kushaq। যা গত বছর জুন মাসে লঞ্চ হয়েছিল। 5 সিটার এই গাড়ির দাম শুরু 11.59 লক্ষ টাকা থেকে। সম্প্রতি Global NCAP ক্র্যাশ টেস্টে গাড়িটি পাঠানো হয়। যেখানে চাইল্ড ও অ্যাডাল্ট দুই প্যারামিটারেই 5 স্টার অর্জন করে গাড়িটি। এখানে বলে রাখা দরকার, Skoda Kushaq হল Volkswagen Taigun এর একটি টেকনিক্যাল শাখা।
Mahindra Scorpio-N
এই বছরই লঞ্চ হয়েছে Mahindra Scorpio-N এসইউভি গাড়ি। ভারতীয় বাজারে জনপ্রিয় Scorpio মডেলের আপডেটেড এডিশন এটি। Global NCAP এর তথ্য অনুযায়ী ভারতে এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ গাড়ি Scorpio-N। উল্লেখিত ক্র্যাশ টেস্টে মোট 58.18 পয়েন্ট সংগ্রহ করেছে গাড়িটি। অ্যাডাল্ট এবং চাইল্ড উভয় ক্ষেত্রে 5 স্টার রেটিং প্রাপ্ত গাড়ি এটি অর্থাৎ ভারতীয় রাস্তায় যথেষ্ট নিরাপদ। Mahindra Scorpio-N এর ভারতীয় বাজারে দাম শুরু 11.99 লক্ষ টাকা থেকে।
আরও পড়ুন : Maruti-র গাড়ি নাকি দেশলাই বাক্স! ক্র্যাশ টেস্টে 1 স্টার পেতেই প্রতিক্রিয়া নেটাগরিকদের
Mahindra XUV700
Mahindra এর আরেক এসইউভি মডেল XUV700 যা ভারতী রাস্তায় অত্যন্ত নিরাপদ গাড়ি হিসাবে বিবেচিত। এর অন্যতম কারণ হচ্ছে অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে 5 স্টার ও চাইল্ড সেফটি রেটিংয়ে 4 স্টার প্রাপ্ত এটি। বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্যর মধ্যে আধুনিক ADAS (অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম) হল অন্যতম আলোচ্য বৈশিষ্ট্য গাড়িটির। Global NCAP ক্র্যাশ টেস্টে গাড়িটির সামগ্রিক রেটিং Scorpio-N এর থেকে সামান্য কম 57.69 পয়েন্ট। গাড়িটির প্রারম্ভিক মূল্য 13.45 লক্ষ টাকা।
Tata Punch
আরও এক দেশীয় গাড়ি নির্মাতা Tata Motors এর Tata Punch গাড়িটি দেশের অন্যতম নিরাপদ চার চাকা। কেন বলছি? কারণ এটিও অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে 5 স্টার পেয়েছে। তবে চাইল্ড সেফটি রেটিংয়ে গাড়িটি একটু পিছিয়ে, কেবল 4 স্টার সংগ্রহ করতে পেরেছে। এই মুহূর্তে Tata Motors এর সবচেয়ে ছোট ও কম্প্যাক্ট এসইউভি হল Punch। এ কথা অবশ্যই স্বীকার করতে হয়, ভারতীয় গাড়ির বাজারে অন্যান্য সংস্থাগুলিকে দুর্দান্ত প্রতিযোগিতার মুখে ফেলেছে Tata Punch। কারণ উপরোক্ত গাড়িগুলির তালিকায় এটি সবচেয়ে সস্তা এবং সুরক্ষিতও বটে। ভারতীয় বাজারে Tata Punch এর
প্রারম্ভিক মূল্য 5.99 লক্ষ টাকা।