।। প্রথম কলকাতা ।।
Money Recovered From Congress MP’s House: থরে থরে সাজানো টাকা দেখেছেন আগে কখনও, কোন নেতার বাড়ি থেকে উদ্ধার এতো এতো টাকা? নরেন্দ্র মোদী হুমকি দিয়ে যা বলে দিলেন তাতে পাই পাই ফেরত দিতে হবে। ২৫০ কোটির বেশ টাকা উদ্ধার এই অবিজেপি রাজ্য থেকে। টাকা গুনতে গিয়ে বিকল হয়ে গিয়েছে মেশিন। এত টাকা এল কোথা থেকে? আয়কর দফতর সূত্রে খবর ১৫০ থেকে ৩০০ কোটি টাকা লুকানো ছিল কংগ্রেস সাংসদের বাড়িতে। আর এই কংগ্রেস সাংসদ ঝাড়খন্ডের। বান্ডিল বান্ডিল টাকা সাজানো তাঁর দু রাজ্যে থাকা বাড়িতে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন বড়সড় হুমকি। কী বলে দিলেন মোদী? সেটাই কি এবার হতে চলেছে বাস্তবে?
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে ২৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। টানা দুইদিন ধরে ঝাড়খণ্ড ও ওড়িশায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। আলমারি ও বাক্সে থরে থরে সাজানো ছিল এই টাকা। মজার বিষয় হল, থরে থরে সাজানো টাকা গোনার জন্য আয়কর আধিকারিকরা যে টাকা গোনার মেশিন এনেছিলেন তাও ৫০ কোটি টাকা গোনার পর বিকল হয়ে যায়। পরে আবার নতুন মেশিন আনা হয় টাকা গোনার জন্য। ২০০, ৫০০ এবং ১০০ টাকার নোট ছিল। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর সংস্থা বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে হানা দিয়ে আয়কর বিভাগ কয়েকশো কোটি নগদ টাকা উদ্ধার করে। উদ্ধারের পর উদ্ধার করা নোটের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেস সাংসদের বিরুদ্ধে জনগণের টাকা লুটের অভিযোগ আনলেন তিনি। সেই সঙ্গে প্রতিটি টাকা ফেরত নেওয়া হবে বলেও দিলেন গ্যারান্টি। নমো লিখেছেন উদ্ধার হওয়া নোটের স্তূপের দিকে নজর দেওয়া উচিত সকলের। সেই সঙ্গে সততা বিচার করার উপর জোর দেন তিনি। তিনি লেখেন কংগ্রেসের দুর্নীতির কথা নতুন কিছু নয় সকলেই জানে অথচ, তাদের নেতা-নেত্রীরা জনসভায় দুর্নীতি নিয়ে সরব হন। আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় আলমারি ও বাক্সে থরে থরে টাকা সাজানো ছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম