।। প্রথম কলকাতা।।
Congress MP: বৃহস্পতিবার আরও তিনজন কংগ্রেস সাংসদকে (Congress MP) লোকসভা (Lok Sabha) থেকে বরখাস্ত (suspended) করা হল। গত ১৩ ডিসেম্বর সংসদে ঘটনার পর থেকে একের পর এক বিরোধী সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হচ্ছেন। আজ যারা সাসপেন্ড হয়েছেন সেই তিন সাংসদ হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ (Nakul Nath), ডিকে সুরেশ (DK Suresh) ও দীপক বৈজ (Deepak Baij)। বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্রের কংগ্রেস সাংসদ হলেন ডিকে সুরেশ। অন্যদিকে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি হলেন বর্ষীয়ান নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই। অন্যদিকে, ছত্তীসগঢ়ের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বস্তারের সাংসদ হলেন দীপক বৈজ।
জানা গেছে, এর ‘ইন্ডিয়া’ জোট এর সদস্যেরা রাজধানীর রাস্তায় প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলের সীমানা ছিল সংসদ থেকে বিজয় চক পর্যন্ত হেঁটেছিলেন বিরোধীরা। তার কয়েক ঘণ্টা পরেই তিন সাংসদকে সাসপেন্ড করার কথা জানান স্পিকার।
Three more Congress MPs including DK Suresh, Nakul Nath and Deepak Baij suspended from the Lok Sabha.
— ANI (@ANI) December 21, 2023
উল্লেখ্য, সংসদে নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে উত্তাল সংসদ। সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্ৰথম থেকেই ঝড় তুলতে শুরু করেছিলেন বিরোধী সাংসদরা। গত সপ্তাহে ১৩ ডিসেম্বর বুধবার সংসদে দুই যুবক ঢুকে পড়েছিল। হাতে ছিল ক্যানিস্টার। তারা হলুদ ধোঁয়ায় চারিদিক ছেয়ে ফেলে সংসদের কক্ষে। সংসদের ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগে বিরোধীরা। বিরোধীদের সেই ক্ষোভ চলতে থাকে ক্রমাগত । সেই কারণে সংসদে হট্টগোলের জেরে গত মঙ্গলবারও লোকসভায় ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা বেড়ে হয় ১৪১। যা একপ্রকার নজিরবিহীন ঘটনা । আর এইবারের অধিবেশনে লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ২ জন বিরোধী সাংসদ। এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করা হল। আজ ফের তিনজন সাংসদকে সাসপেন্ড করে। এই নিয়ে লোকসভা থেকে সাসপেন্ড হওয়া সাংসদের মোট সংখ্যা বেড়ে হল ১৪৬।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম