।। প্রথম কলকাতা ।।
State Budget 2023: রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত দাবি নিয়ে বেশ কয়েকটি সংগঠন একত্রে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তাদের আন্দোলন ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ বাড়াতে হবে এই দাবিতে। আজ নতুন বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে ৩ শতাংশ । আগামী মার্চ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
জানানো হয়েছে, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই তিন শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। যা মার্চ মাস থেকেই পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং অবসর প্রাপ্তরা। যদিও বর্তমানে ৩৮% ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। তা নিয়ে আপাতত রাজ্যের তরফ থেকে জানানো হয়নি কিছু। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন জানান, রাজ্যে আর্থিক সংকট থাকা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের কয়েক শতাংশ ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এদিন রাজ্য বাজেটে ডিএ সংক্রান্ত ঘোষণা করার পরে এই তিন শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা গ্রহণ করবেন না , এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমে।
এই বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে রাস্তা তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ার জন্য ঋণ প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। এদিন বাজেট পেশে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যের প্রায় ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সংযুক্ত করা হবে। ৬০ বছর পর্যন্ত তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং ৬০ বছরের পরে তাদের জন্য রয়েছে বার্ধক্য ভাতার সুবিধা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম