।। প্রথম কলকাতা ।।
Weather update: হু হু করে ঢুকছে উত্তরের হাওয়া। পারদ পতন হচ্ছে দ্রুতহারে। ডিসেম্বরের (December) দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ঠান্ডা ফিরল তার নিজস্ব ছন্দে। পাহাড়ি অঞ্চলগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে।
কলকাতা (Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুক্রবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটি স্বাভাবিকের থেকে এক ডিগ্রির নিচে ছিল। শনিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। ভোরের দিক কুয়াশাচ্ছন্ন। সর্বনিম্ন তাপমাত্রা আরো কমে ১৩ ডিগ্রির কাছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।
৪৮ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমে গেল তিন ডিগ্রির বেশি। দিনরাত উভয় তাপমাত্রা হ্রাস পেয়েছে। তাতে দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে।
উত্তরবঙ্গে জেলাগুলির আবহাওয়া অর্থাৎ আগামী ৪৮ ঘন্টা শুকনো থাকবে। উনিশে ডিসেম্বর দার্জিলিং এবং কালিম্পং এ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
সোমবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়ার শুকনো থাকবে। ২৪ ঘন্টাতে রাতের তাপমাত্রা আরও কিছুটা আরো কমতে পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে এরপর দিন তিনেক তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম