।। প্রথম কলকাতা।।
WB Government: রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আর্থিক বিষয়ে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। রাজ্যের তরফ থেকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের তরফ থেকে অনুমোদন করা হলেও এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি। এছাড়াও ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের তরফ থেকে পর্যাপ্ত টাকা আসছে না এমনটাই অভিযোগ তোলে রাজ্য ( State)। এই নিয়ে বিগত বেশ কয়েকটি প্রশাসনিক এবং রাজনৈতিক সভায় সুর চড়াতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee)। তবে এই মতো পরিস্থিতিতে এক বিরাট ঘোষণা করল কেন্দ্র সরকার ( Central Government)।
রাজ্য শিক্ষা অভিযানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ২৭৫০ কোটি টাকা। আর সেই টাকাটি ২০২৩-২৪ অর্থ বর্ষের ( Financial Year) জন্যই । এমনটা জানা গিয়েছে নবান্ন সূত্রে। শুক্রবার রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকদের একটি ভার্চুয়াল বৈঠক হয় । আর সেই বৈঠকে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের প্রেজেন্টেশন দেওয়া হয়। সেই প্রেসেন্টেশনের ভাবনা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে হয় কেন্দ্রের। তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং অর্থ বরাদ্দ ( Allocation of funds) করার কথা ঘোষণা করেন।
স্কুল শিক্ষা দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের শিক্ষাখাতে যে টাকা বরাদ্দ করা হয় তার মধ্য থেকে ৬০ শতাংশ কেন্দ্রের কাছ থেকে আসে । আর বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য । অর্থাৎ যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে থেকে ১৪০০ কোটি টাকা কেন্দ্র দেবে। আর বাকি টাকা দিতে হবে রাজ্যকে । কিছুদিন পূর্বেই কেন্দ্রের তরফ থেকে প্রায় আড়াইশো কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করা হয়েছিল । ১৯৪৫ সালের আগে যে স্কুলগুলো তৈরি করা হয় তার পরিকাঠামো সংস্কার করার জন্যই এই টাকা বরাদ্দ করা হয়। তার কিছুদিনের মাথায় আবারও বিপুলসংখ্যক অর্থ বরাদ্দ করার বিষয়টি নিয়ে বর্তমানে চর্চা শুরু হয়েছে। যদিও কেন্দ্রের এই অনুমোদনে খুশি রাজ্য স্কুল শিক্ষা দফতর।
উল্লেখ্য , কিছুদিন পূর্বেই কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল রাজ্যের মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখার জন্য । সেই প্রতিনিধি দল রাজ্যের একাধিক জেলা পরিদর্শন করেন । আর তারপর তাঁরা দিল্লিতে ফিরে গিয়ে রাজ্যের মিড ডে মিলে খরচ হওয়া টাকা নিয়ে অডিট করবেন বলেও জানানো হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম