।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: ভারতের ইতিহাসে দুটি দিনই সমান গুরুত্বতা পায়। দু’দিনই জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। এই দু’দিনেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু দুটি দিনের মাহাত্ম্য আলাদা, একটি স্বাধীনতা দিবস (Independence Day), অপরটি প্রজাতন্ত্র দিবস (Republic Day)। দুটি দিনের সঙ্গেই ভারতবর্ষের আবেগ জড়িয়ে রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে গর্বের ইতিহাস। তবে এই দুইদিন পতাকা উত্তোলনের মধ্যে রয়েছে কিঞ্চিৎ পার্থক্য। কী সেটি?
২৬ জানুয়ারি পতাকা উত্তোলন হয় কীভাবে?
এই দিন পতাকা উপরে বাঁধা থাকে ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে তা খোলা হয়। নামানো হয় না। এই অনুষ্ঠানটিকে বলা হয় উন্মোচন।
১৫ আগস্ট পতাকা উত্তোলন হয় কীভাবে?
স্বাধীনতা দিবসের দিন পতাকা তোলা হয় নীচ থেকে উপরে, কিন্তু মাটির স্পর্শ করে না। এটিকে ইংরেজিতে বলে ‘Flag Hoist’।
তবে দু’দিনই জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক।
দু’দিন দু’রকমভাবে পতাকা তোলার পেছনের কারণ-
ভারত ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল ১৫ অগাস্ট। বলতে গেলে, ঐদিন সমস্ত বাঁধন ছিড়ে উঠে দাঁড়িয়েছিল ভারত মাতা। তাই ১৯৪৭-এর এই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে উত্তোলন করা হয়েছিল ভারতের তিরঙ্গা (National Flag)। আর তার পর থেকেই চলে আসছে এই নিয়ম। এদিকে ১৯৫০-এর ২৬ জানুয়ারি সংবিধান গ্রহণ করা হয়েছিল। ভারত ততদিনে স্বাধীন হয়ে গিয়েছিল, তখন ভারতের পতাকা আকাশে উড়ছে। নতুন করে তাকে তাই আর তোলা হয় না। কেবল সেটি ভাঁজ করা থাকে, আলগা করে দড়ি টেনে তাকে মুক্ত করা হয়।
১৯৩৫-এর ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঘটনাকে স্মরণ করা হয় ২৬ জানুয়ারি। ইতিহাস বলছে, ১৯২৯-এর শেষ দিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জহরলাল নেহরু ‘পূর্ণ স্বরাজের’ শপথ নিয়েছিলেন। ১৯৩০ থেকে ২৬ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, তখন সে অর্থে স্বাধীনতা দিবস বলা হতো না, বলা হত স্বতন্ত্রতা সংকল্প দিবস। আর এই নাম দিয়েছিলেন খোদ মোহনদাস করমচাঁদ গান্ধী। ১৯৪৭-এর ১৫ অগাস্ট পাকাপাকিভাবে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে মেনে এসেছে আপামর জনসাধারণ। পরে ১৯৫০-এর ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর হলে, এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ভারত আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার প্রায় আড়াই বছর পর কার্যকর হয় দেশের সংবিধান। আর এই দিনটি আসা মানেই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ ও শোভাযাত্রা। দিল্লির পাশাপাশি কলকাতার রেড রোডেও সেই একই ছবি নজরে আসে। এই প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। ডঃ রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম