।। প্রথম কলকাতা ।।
ভারতীয় দু চাকা বাজারে লঞ্চ হল 2023 TVS Apache RTR 160 4V স্পেশাল এডিশন মোটরসাইকেল। মজবুত এই বাইকে কসমেটিকের পাশাপাশি ওজনের ক্ষেত্রে রয়েছে ব্যাপক পরিবর্তন। TVS Apache এর স্পেশাল এডিশন বাজারে লঞ্চ হয়েছে দুটি রঙে। যার মধ্যে একটি ম্যাট ব্ল্যাক স্পেশাল এডিশন পেইন্ট স্কিম এবং অন্যটি পার্ল হোয়াইট পেইন্ট স্কিম সহ ডুয়াল টোন সিট কালার।
নতুন TVS Apache স্পেশাল এডিশনের উল্লেখযোগ্য পরিবর্তন হল এটির নতুন এক্সহস্ট সাথে অ্যাডজাস্টেবেল ক্লাচ। যা এই সেগমেন্টে প্রথম। টিভিএস এই নতুন এক্সহস্টের নাম দিয়েছে ‘Bullpup Exhaust’। এবং কোম্পানির দাবি এর ফলে বাইকের সাউন্ড আগের থেকে আরও উন্নত হয়েছে। ওজনেও এসেছে ঘাটতি। 1 কেজি ওজন কমেছে নতুন মোটরসাইকেলটির।
ইঞ্জিনের ক্ষেত্রে যেমনটি স্পেসিফিকেশন মেলে তেমনটি রয়েছে। 160 সিসি অয়েল কুল SOHC ইঞ্জিন ফুয়েল ইনজেকশন সহ। এটি 9,250 আরপিএম এ 17.30 bhp শক্তি এবং 7,250 আরপিএম এ 14.73 nm টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।
2023 TVS Apache RTR স্পেশাল এডিশন বাইকের ফিচার্স
এই বাইকে তিনটি রাইডিং মোড অন্তর্ভুক্ত। স্পোর্ট, আর্বান এবং রেইন। আর্বান এবং রেইন মোডে বাইকটির সর্বোচ্চ গতি 103 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি 114 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যান্য ফিচার্স রয়েছে SmartXonnect, LED হেডল্যাম্প, LED ডিআরএল এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
কত দাম এই বাইকের?
কোম্পানির তরফে 2023 TVS Apache RTR 160 4V স্পেশাল এডিশন বাইকের দাম রাখা হয়েছে 1,30,900 টাকা (এক্স-শোরুম)।