।। প্রথম কলকাতা ।।
Laxmi bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ থেকে বেড়ে হবে ২০০০? দিদিকে ভোট দিয়েছে জনতা জনার্দন। ঘরের মা বোনেদের উপহার বাড়িয়ে দেবেন মমতা? আপনি খুশি তো? মহিলারা হবে স্বাবলম্বী সেই চালেই কিস্তিমাত মুখ্যমন্ত্রীর। আটকাউন্টে ঢুকবে ২০০০করে। আর চিন্তা নেই। মহিলাদের ভোট পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই। প্রতি মাসে এতটা হাত খরচ। সবুজ ঝরে রঙিন বাংলা। তপশিলি মহিলারা পাচ্ছে ১,২০০করে। ২০০০হলে হবে ২,২০০ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প।
তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভা নির্বাচনে ভোট চেয়েছিলেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা।
শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই বিশেষ করে মহিলাদের প্রভাবিত করেছে লক্ষ্মীর ভান্ডার। বলছেন ওয়াকিবহাল মহল।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় এবার সেই বরাদ্দ ৫০০ থেকে বেড়ে হয়েছে এক হাজার। লোকসভার ভোটের আগে এই ঘোযণা। তৃণমূলকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। ফলে মহিলারা আরও বেশি তৃণমূলের দিকে ঝুঁকেছেন। তার কারণও রয়েছে অনেকগুলো। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই টাকা শুধু মহিলাদের
হাত খরচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সংসার চালানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেখা গিয়েছে, কোনও কোনও পরিবারে মা, মেয়ে ও বৌমা মিলিয়ে তিন থেকে চারজন এই টাকা পাচ্ছেন। সেই টাকায় সংসার খরচের অনেকটাই সামাল দিচ্ছেন তাঁরা।
শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সময়ে চালু হয় সেই সময় বয়সের বাধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর। এখন নতুন নিয়মে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন, এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন। তা চালু হয়ে গিয়েছে। আবার ষাটোর্ধ্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না,
লক্ষ্মীর ভাণ্ডারে তাঁদের বরাদ্দ বাড়ল ৫০০ টাকার বদলে মাসিক এক হাজার টাকা হয়েছে। সরাসরি পেনশনের আওতায় চলে এসেছেন। এমনটাই ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা দিয়েছিলেন আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন মহিলারা। ঠিক তাই হয়েছে। বাংলায় সবুজ উন্মাদনায় এবার ২০০০ টাকা হয় কিনা সেটাই দেখার!
২০২১ সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার বেশ মন জয় করেছে বাংলার মহিলাদের। তা বুঝতে তৃণমূল কংগ্রেসের আর বাকি নেই। রাজ্য সরকারের নানা প্রকল্পের মধ্যে অন্যতম সফল প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। বিরোধীদের ১০ গোল দিল এভাবেই জোড়াফুল শিবির।
https://www.facebook.com/watch/?v=4127532857385198
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম