।। প্রথম কলকাতা ।।
Free bus Ticket: বাসের টিকিট(Bus Ticket)পেতে টাকা নয়, শুধুমাত্র ২০ বার গুনে গুনে উঠবস করলেই মেশিন থেকে বেরিয়ে আসবে টিকিট। টাকা খরচ না করেই অনায়াসে বাসে চড়তে পারবেন। বিষয়টি শুনতে একটু অবাক করা হলেও বাস্তবে এমনটাই হয়েছে। শুধুমাত্র ওঠবস করলেই ফ্রিতে পেয়ে যাবেন বাসের টিকিট। ঘটনাটি রোমানিয়ার এক শহরের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল( Viral) হয়েছে একটি ভিডিও( Video)। যেখানে দেখা যায়, বাসের টিকিট কাটার যন্ত্রের সামনে এক তরুণী ওঠবস করছেন। ২০ বার ওঠবসের পরেই সেই মেশিন থেকে বেরিয়ে এসেছে বাসের টিকিট। তিনি সেই টিকিট বেশ খুশি। এই ভিডিওটি কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এখন স্বাস্থ্যকর এবং লাভজনক চ্যালেঞ্জের তুমুল চর্চা শুরু হয়েছে। রোমানিয়ার ক্লুজ নাপোকা নামক এক শহরে সরকারি তরফ থেকে এমন অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত শহরবাসীর স্বাস্থ্য রক্ষার কথা ভেবেই এই বিশেষ উদ্যোগ। কোন যাত্রী যদি ২ মিনিটে ২০ বার ওঠবস করতে পারেন তাহলে বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ পাবেন।
View this post on Instagram
আশ্চর্যের বিষয় হল, যাত্রী ঠিক কতগুলি স্কোয়াট করছেন তার গণনা করবেন কোন মানুষ নয়, এক যন্ত্র। আসলে স্কোয়াটের বুথেই একটি ক্যামেরা ইনস্টল করা রয়েছে। সেই ক্যামেরা নজর রাখবে যাত্রীরা ২ মিনিটে ২০টি স্কোয়াট কমপ্লিট করছেন কিনা। যদি যাত্রী ২ মিনিটে ২০টি স্কোয়াট সম্পূর্ণ করতে পারেন তবেই মেশিন থেকে বেরিয়ে আসবে বিনামূল্যের টিকিট। এই উদ্যোগকে বাহবা দিয়েছেন বহু নেটিজেন। অনেকে বলছেন স্বাস্থ্য রক্ষার পাশাপাশি টাকাও বাঁচবে। এই দেশে সরকারের শরীর চর্চার জন্য দারুন কৌশল বের করেছেন। সোজা কথায় যাত্রীরা শরীর চর্চা করলে তবেই বিনামূল্যের বাসে চড়তে পারবেন।নাগরিকদের ঘাড় ধরে ফিট রাখতে উদ্যোগী হয়েছে এই দেশের সরকার। বিনামূল্যের টিকিটের বাসে চেপে রুটের যে কোনো দূরত্ব অতিক্রম করা যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম