।। প্রথম কলকাতা ।।
Viral Video: ব্রিজে হঠাৎ আটকে গেল ট্রেন। চালক নিচে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচালেন হাজার হাজার যাত্রীদের। কিভাবে? দেখাব আপনাদের। এই অসাধ্য সাধন কিভাবে করলেন দুই চালক? একপ্রকার প্রাণহাতে করে ব্রিজের কিনারা ধরে হামাগুড়ি দিয়ে নামলেন চালক। হঠাৎ কমে যায় ট্রেনের এয়ার প্রেসার। মাঝপথে রেল ব্রিজে দাঁড়িয়ে যায় যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনায় এড়াতে অদম্য সাহসের পরিচয় দেখালেন ট্রেনের চালক।
সেতুর গায়ে বিপদজনকভাবে ঝুলতে ঝুলতে ট্রেনে ত্রুটি সারেন। এ যেন সিনেমার কোনো রোম হর্ষক দৃশ্য। এক চুল এদিক-ওদিক হওয়া মানেই সেতু থেকে পড়ে যাওয়া।
দুজন চালক জীবনে ঝুঁকি নিয়ে এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে যেভাবে লিকেজ সরালেন তার প্রশংসা যত করা হবে ততটাই যেন কম হবে। প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজে ঝুলে ট্রেনের ত্রুটি সারালেন দুই চালক।
এটা ঠিক কোনো একটা ট্রেন দুর্ঘটনা ঘটার পর প্রায় সঙ্গে সঙ্গে আঙুল হতে চালকদের দিকে। বলা হয় ট্রেন চালকের ভুল ত্রুটি দায়ী। উত্তরবঙ্গের রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বলা শুরু হয়ে যায় মাল গাড়ির চালকের ভুলে এই ঘটনা। অথচ যাত্রীবাহী ও পন্যবাহী ট্রেনের চালকরা যে অসংখ্য বা নিজেদের জীবন বাজি রেখে যাত্রীদের প্রাণ রক্ষা করেন সেসব ঘটনা খুব কম সামনে আসে। এবার আপনাদের দেখাবো উন্মুক্ত ব্রিজের উপর কিভাবে বিকল হয়ে যাওয়া ট্রেনে ছাড়িয়ে যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিলেন চালকরা।
বিহারের বাগাহা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের পেশার লিকেজ পাইপ ভেঙে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। যার ফলে ট্রেনটি উন্মুক্ত ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে। লোকো পাইলটরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে ব্রীজে নেমে পড়েন। সতর্কভাবে সারানোর কাজে লেগে পড়েন। ছবিটি ভালো করে লক্ষ্য করুন মুহূর্তের জন্য অসাবধান হলেই করে যেতে পারতো বড় বিপদ। ট্রেনের নিচে হামাগুড়ি দিয়ে একজন পৌঁছে যান ভেঙে যাওয়া পাইপটির কাছে পাশাপাশি আর একজন ওই ব্রিজে নেমে সাহায্য করতে থাকেন। তারপরে কোনো মতে পাইপটিকে ব্রিজের সাথে সংযুক্ত করে ফিরে এসে ইঞ্জিন চালু করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম