।। প্রথম কলকাতা ।।
Kuno Cheetah: শনিবার ভারতে পা রাখবে আরও ১২টি চিতা (Cheetah)। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিনে নামিবিয়া থেকে আনা হয়েছিল ৮টি চিতাকে। যা কুনোর কোয়ারান্টিন এনক্লোজারে ছেড়েছিলেন নমো। যারা এখন ৬ বর্গ কিলোমিটারের একটি হান্টিং এনক্লজারে রয়েছে। এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh) প্রশাসন সূত্রে খবর, ৫টি মেয়ে ও ৭ টি পুরুষ চিতা মিলিয়ে মোট ১২ টিকে কুনোর কোয়ারান্টিন এনক্লোজারে ছাড়বেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং শিবরাজ সিং চৌহান। ইতিমধ্যেই বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণ আফ্রিকার (South Africa) উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার।
‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় গাওতেংয়ের তাম্বো বিমানবন্দর থেকে রওনা হবে গ্লোবমাস্টার। সবকিছু ঠিক থাকলে শনিবার সকাল দশটার দিকে মধ্যপ্রদেশের গোয়ালিওর বায়ুসেনা ঘাঁটিতে নামবে তা। তার পর ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ কপ্টার চিতাদের কুনো ন্যাশনাল পার্ক (Kuno) পর্যন্ত নিয়ে আসবে। প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে আনা হবে ভারতে। আগে যাদেরকে আনা হয়েছিল তারা বহাল তবিয়তে রয়েছে। তাদের দেখাশোনা ভালোভাবেই করা হচ্ছে’। কুনো ন্যাশনাল পার্কের ডিরেক্টর জানিয়েছেন, নতুন অতিথিদের জন্য মোট ১০টি কোয়ারেন্টাইন বোমা তৈরি করা হয়েছে। ২টি খাঁচায় রাখা হবে জোড়া চিতাকে। সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু চিতাদের। প্রসঙ্গত, ভারতে চিতা ফেরানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার দ্বিতীয় পর্ব সম্পন্ন হবে এই শনিবার। ১৯৫২-য় ভারত (India) থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে চিতা। আর তার পরে দেশে সেই প্রজাতিকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন মোদী (PM Modi)।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই খোলা জঙ্গলে ছাড়া হবে আগের আনা আটটি চিতাকে। তারা প্রত্যেকেই ৩-৪ দিন অন্তর অন্তর শিকার করছে। যদিও সম্প্রতি একটি মেয়ে চিতা অসুস্থ হওয়ার খবর মিলেছিল, কিন্তু চিকিৎসার পর এই মুহূর্তে সে পুরোপুরি সুস্থ রয়েছে। শনিবার চিতা আসার পর পশু চিকিৎসক এবং বন দপ্তর আধিকারিক সহ আন্তর্জাতিক চিতা বিশেষজ্ঞ, বিজ্ঞানী নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি একটি ওয়ার্কশপ হওয়ার কথা রয়েছে। কিন্তু চিতা ভারতে আনতে ব্যায় হলো কত? চিতা পিছু ভারতের খরচ পড়েছে ৩০০০ মার্কিন ডলার। সব মিলিয়ে ১২টি চিতাকে আনতে খরচ পড়েছে মোট ২৯ লাখ ৮১ হাজার টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম