।। প্রথম কলকাতা ।।
SLST Job Seekers Protest: রোদ-ঝড়-জল-বৃষ্টি মাথায় নিয়েই কেটেছিল এতগুলি দিন। আশা ছিল অন্তত পুজোর আগে নিয়োগ হবে। কিন্তু তেমন কোনো আভাস মেলেনি বলেই দাবি করেছিলেন চাকরিপ্রার্থীদের। ধর্না ইতিমধ্যেই ১০০০ দিন ছাড়িয়েছে। বিভিন্ন চাকরিপ্রার্থীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে। কখনো সমবেত ভাবে কখনো দলগত কখনো একাকী। কোনোক্ষেত্রেই মেলেনি সুরহা। ফিরতে হয়েছে প্রতিবারের মত খালি হাতেই। স্বজন হারানোর বেদনার মত অশ্রুজলে ভেসেছে তিলোত্তমা। কিন্তু আদেও লাভের লাভ কি কিছু হয়েছে ? প্রশ্ন থাকলেও উত্তর কিন্তু অধরা।
মিলেছে শুধু একাধিক সরকারি প্রতিশ্রুতি। সমাধান সূত্র উঠে আসেনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও। আজ ধর্মতলার সেই ধর্নামঞ্চে মাথা মুড়িয়ে প্রতিবাদ করলেন এক মহিলা চাকরিপ্রার্থী। প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে ন্যাড়া হলেন SLST ওই মহিলা চাকরিপ্রার্থী। শুধু তাই নয় কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেদন জানান, অবিলম্বে তাঁর মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক অবিলম্বে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন না। অযোগ্যরা চাকরি করছেন। আর কী কী ভাবে প্রতিবাদ করলে আমরা চাকরি পাব! প্রশ্ন তোলেন ধর্নায় প্রতিবাদ জানানো চাকরিপ্রার্থীরা।
উল্লেখ্য, এসএলএসটি-তে চাকরির জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়েছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা হয় হাইকোর্টে। আদালতে এখনও এসএলএসটি মামলার নিষ্পত্তি হয়নি। এদিকে হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৬ সালের চাকরিপ্রার্থীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম