।। প্রথম কলকাতা ।।
Doubts In Relationship: কথায় কথায় স্বামীকে সন্দেহ করেন? অনেক স্ত্রীরাই আছেন যারা কথায় কথায় তাঁদের স্বামীকে সন্দেহ করেন? কখনো কখনো মোবাইল চেক করেন। কখনো কখনো জামা প্যান্টের পকেট চেক করেন। এর ফলে সম্পর্কে কিন্তু দূরত্ব তৈরি হয়। আপনার স্বামী মুখে কিছু হয়তো বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে রাগ নেই এটা কিন্তু ভুলেও ভাববেন না। সন্দেহ কাটিয়ে পুনরায় বিশ্বাস ফিরিয়ে আনার কিছু টিপস আপনাদের দেব এই প্রতিবেদনে। ছোট ছোট জিনিস মাথায় রাখলেই হবে।
আমরা সব সময় শুনে থাকি মজবুত সম্পর্কের বুনিয়াদ হল বিশ্বাস বা ভরসা। মনে রাখবেন এই দুই জায়গায় একটু টোকা লাগলেই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে আপনার ভালোবাসার ঘর। দাম্পত্য হোক বা প্রেমের সম্পর্ক হুল ফোটাতে দেওয়া যাবে না সন্দেহকে। কথায় কথায় স্বামীকে সন্দেহ করেন স্ত্রী। এমন উদাহরণ কিন্তু দেখা যায় অহরহ। সন্দেহের বশে নিজের হাতে যে সম্পর্কে উপসংহার লিখছেন তারটির পান না অনেকেই।
এটা মনে রাখবেন সঙ্গীকে নিয়ে একবার সন্দেহ দানা বাঁধলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। অতি সন্দের কারণে ভালোবাসায় ব্যাঘাত করতে পারে। যা সম্পর্কে সমস্যার সৃষ্টি করতে পারে। ভালোবাসা কমে যেতে পারে। সন্দেহের মাত্রা কমে না বরং বেড়েই যায়। যেখানে কিছুই হয়তো নেই সেটা দেখেও ভুল ভাবতে পারেন আপনি।
দেখবেন শান্তি মত কিছুই করতে পারছেন না। ফলে সম্পর্কে সমস্যা তৈরি হয়।
স্বামীকে বেশি সন্দেহ করলে এতে ভালো না হয়ে আরো বেশি খারাপ হবে। আপনার স্বামী হয়তো ভাবছেন বিয়েটা না করলেই হত। দেখা যাবে যে কথা আপনাকে খোলা মনে বলছিল আপনার স্বামী এখন আর শেয়ার করছেন না। কারণ বললেই তো সন্দেহ করছেন। তারচেয়ে চুপচাপ থেকে যাওয়াই ভালো। দাম্পত্য জীবনের সন্দেহ সৃষ্টির একটি উল্লেখযোগ্য কারণ হলো অন্যের কথায় প্রভাবিত হওয়া।
প্রতিটা মানুষের খানিকটা একান্ত সময় প্রয়োজন। স্বামী হয়েছেন বলে সারাটা সময় আপনার সাথে থাকতে হবে এমন কোনও নিয়ম নেই। মানুষ মাত্রই অপর মানুষের সাথে মিশবে। আপনার স্বামী অন্য কোনও নারীর সাথে কথা বললেন বা পরিচিত হলেন মানেই তাদের মাঝে প্রেম হয়ে গেল এই ধরনের চিন্তা বাদ দিন। অনেক সময় কর্ম ক্ষেত্রে চিন্তার কারণে স্বামীর মন মেজাজ খারাপ থাকে। এরকম সময় মন খারাপ নয় বুদ্ধির সঙ্গে মোকাবিলা করুন। সঙ্গীকে দিন কোনো দারুন সারপ্রাইজ।
মাঝেমধ্যে কাছে পিঠে কোথাও ঘুরতে যান। কিছুটা সময় একান্তে কাটান দুজনে। সম্ভব হলে বাড়িতে স্বামীর বন্ধুত্বের আমন্ত্রণ জানান। এতে আপনার স্বামীর মনের চাপ অনেকটা কমবে। পূর্বের কোন খারাপ অভিজ্ঞতার কারণে ও কিন্তু আপনার মধ্যে সন্দেহ মাথা ছাড়া দিতে পারে। তবে মনে রাখবেন সব সম্পর্কে একই রকম অভিজ্ঞতা হয় না। আত্মবিশ্বাসে ভাটা পড়লে তার প্রভাব পড়ে আপনার ব্যক্তিগত সম্পর্কেও। নিরাপত্তাহীনতা যদি আপনাকে ঘিরে ধরে এর ফলে পার্টনারের যে কোনো কাজই আপনার চোখে সন্দেহজনক থাকে।
মেনে নিতে হবে যে কোন সম্পর্কই ১০০ শতাংশ পারফেক্ট হয় না। সব সম্পর্কে কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে। স্বামীর ভালো দিকটা যেমন গ্রহণ করছেন হাসিমুখে তেমনি তার ভুলগুলোকে আপন করে নিতে হবে। সন্দেহ কিন্তু মনের ভুল হতে পারে। তাই এই সন্দেহকে বেশি প্রশ্রয় দেবেন না। নেগেটিভ চিন্তাভাবনাকে দূরে রেখে পজিটিভ ভাবুন। সর্বশেষে মনে রাখুন কোন কিছু নিয়ে সন্দেহ করে রাগারাগি হলে নিজের ইগোকে দূরে সরিয়ে রাখুন। যেহেতু সন্দেহ করছেন আপনি তাই ক্ষমাও আপনাকেই চাইতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম