Women Sexual Harassment: যৌন হেনস্থায় বিরাট প্রভাব মনের ওপর, কীভাবে কাটাবেন মানসিক অবসাদ?

।। প্রথম কলকাতা ।।

Women Sexual Harassment: একটা মেয়েকে আজও ভীষণ সহজলভ্য হিসাবে মনে করা হয়। তাই ছোট থেকে বড় হওয়া অবধি একটা মেয়েকে প্রায়শই যৌন হেনস্থার (Women Sexual Harassment) সম্মুখীন হতে হয়। যার ফলে অনেক সময়েই মেয়েদের গ্রাস করে অবসাদ (Depression)।

অনেক ক্ষেত্রে দেখা যায় খুব হাসি খুশি দুরন্ত বাচ্চা আচমকা চুপচাপ হয়ে যায়। একটু খেয়াল করলে দেখা যায় সে হয়তো বিশেষ কারোর কাছে একেবারেই যেতে চায় না। এরকম লক্ষ্মম দেখলে সাবধান হওয়া উচিত অবশ্যই কারণ হতেই পারে সেই বিশেষ ব্যক্তির স্পর্শ তার ভালো লাগছে না, সে যেভাবে তাকে স্পর্শ করছে সেটা বাচ্চা মেয়েটির ভালো লাগছে না!

এসব ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান হওয়া দরকার কারণ বাচ্চাটি যদি সত্যিই যৌন হেনস্থার শিকার হয় তাহলে তার মনে কিন্তু এই ঘটনার প্রভাব থেকে যায় বড় হয়ে সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। অনেক ক্ষেত্রে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে সে। ছোট থেকেই মেয়ে কিংবা ছেলেকে শেখান গুড টাচ ব্যাড টাচের তফাৎ।

আবার বড় হয়ে রাস্তাঘাটে বাসে ট্রেনে আকছার এই হেনস্থার শিকার হতে হয় মেয়েদের। বাদ যায় না কর্মক্ষেত্রও। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিবিধান) আইন, ২০১৩ অনুযায়ী, যে কোনও কর্মস্থলে ১০ জনের বেশি মহিলা কর্মচারী থাকলে সেখানে একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করতে হবে, যাতে মহিলারা কোনও রকমের যৌন হয়রানির প্রতিকার করতে পারেন।

এই আইন অনুযায়ী, নিম্নলিখিত অনভিপ্রেত আচরণগুলিকে ‘যৌন হেনস্থা’ হিসেবে গণ্য করা হবে।

১.গায়ে হাত দেওয়া বা দেওয়ার চেষ্টা করা

২.যৌন সাহচর্যের দাবি

৩.যৌন উস্কানিমূলক মন্তব্য

৪.অশ্লীল বই, ছবি, ভিডিও ইত্যাদি দেখানো

৫. দৈহিক, মৌখিক, নিঃশব্দ যৌন ইশারা অথবা ব্যবহার

এর ফলেও কিন্তু চূড়ান্ত মানসিক অবসাদের শিকার হতে হয় একটি মেয়েকে। কেরিয়ার নষ্ট হয় ব্যক্তিগত জীবন নষ্ট হয়। দোষ না করেও দোষের ভাগী হতে হয় অনেক মেয়েকেই যার জেরে নিজেকে গুটিয়ে নিতে থাকে সে। তবে এরকম ঘটনা ঘটলে কিন্তু মনোচিকিৎসকের দ্বারস্থ হওয়া ভীষণ জরুরি। আর দরকার লজ্জা সরিয়ে প্রতিবাদ করা।

ডিপ্রেশন গ্রাস করলে কী করবেন?

অবিলম্বে সাইকোলজিস্টের কাছে যান

নিজেকে বোঝান আপনি কোন অন্যায় করেননি

কেউ অন্যায্য ভাবে আপনাকে স্পর্শ করলেই আপনি অশুচি হয়ে যাননি

পাড়া প্রতিবেশীদের সমালোচনায় কান দেবেন না।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version