।। প্রথম কলকাতা ।।
Bengali serial: ‘উর্মি’ সৌমিলিকে নিয়ে কী কাণ্ড ঘটাল দিব্যজ্যোতি? উর্মির ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তোলপাড়। অনুরাগের ছোঁয়া থেকে দূরে থাকলেও সৌমিলি রয়েছে কাছে কাছেই। পর্দার উর্মির সোশ্যাল মিডিয়া পোস্টে নেটিজেনরা খুঁজে পেল বিশেষ ইঙ্গিত। ঠিক কী বলেছেন সৌমিলি? যা নিয়ে নেটপাড়ায় এত হইচই?
অর্জুন আসার পর থেকেই খানিকটা ব্যাকফুটে সূর্য সেনগুপ্ত। মাঝে কিছুদিন তো একেবারেই দেখতে পাওয়া যাচ্ছিলনা তাকে। যা থেকে অনেকের মনেই আশঙ্কা তৈরি হয়েছিল, দিব্যজ্যোতি সিরিয়াল ছেড়ে দিলেন নাকি? পরে অবশ্য সিরিয়ালের নতুন প্রোমো সেই জল্পনায় জল ঢেলেছে। তার মাঝেই উর্মিকে সৌমিলিকে নিয়ে কী কাণ্ড ঘটালেন দিব্যজ্যোতি? দেখেছেন কি দীপার বোনের নয়া পোস্ট? জানাবো জানাবো, একটু ধৈর্য ধরুন।
যারা ‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শক তারা তো জানেনই যে রিল লাইফে সৌমিলি আর দিব্যজ্যোতির সম্পর্কটা বেশ মজার। উর্মি একাধারে সূর্যর ভাইয়ের বউ আবার অন্যধারে দীপার বোনও বটে। তবে বাস্তব চিত্রটা কিন্তু অন্যরকম। সেখানে নাকি সৌমিলির সাথে দিব্যজ্যোতির সম্পর্কে কোনও জটিলতা নেই। টলিপাড়ার কানাঘুষা, তারকা জুটি নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন।
আজ্ঞে হ্যাঁ, শোনা যাচ্ছে, সিরিয়াল থেকে দূরে থাকলেও সৌমিলির সাথে দিব্যজ্যোতির যোগাযোগ রয়েছে নিয়মিত। টুকটাক আউটিং-ও সারছেন তারা। আর এবার তো সৌমিলি জানিয়েই দিলেন, দিব্যজ্যোতি নাকি আসলে ক্যামেরা ম্যান। চমকে উঠলেন? ভাবছেন অমন দাপুটে ডাক্তারবাবু কী না শেষমেশ ক্যামেরাম্যান? ব্যাপারটা ঠিক কী? হঠাৎ কার জন্য ক্যামেরা ধরলেন পর্দার সূর্য?
আসলে হয়েছে টা কী, এইদিন হলুদ ওয়ানপিসে বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন উর্মি। ছবির ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছেন ‘এমনি’। তবে ‘এমনি’ তে তো আর নজর আটকায়নি। বরং নেটিজেনদের নজর আটকেছে ‘ক্লিকড বাই দিব্যজ্যোতি দত্ত’ লেখাটিতে। যা থেকে বেশ স্পষ্ট যে, অবসর সময়ে সৌমিলির সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছেন দিব্যজ্যোতি। স্বস্তিকা ভক্তরা বিষয়টা মেনে নিতে না পারলেও দিব্যজ্যোতির ভক্তরা তো বেশ খুশি।
আসলে মাস দুই আগেই ইনস্টাগ্রামে সৌমিলির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন দিব্যজ্যোতি। দুই তারকার গায়ে ছিল নীল রঙের পোশাক। একে অপরের দিকে তাকিয়ে বুঁদ হয়ে গেছিলেন তারা। পোস্টের ক্যাপশনে জল্পনা উস্কে সূর্য লিখেছিলেন ‘সূর্য+উর্মি=সূর্মি’। এবার এভাবে রহস্য করলে ভক্তদের মনে সন্দেহ তো জাগবেই।
এখন আপনিই ভাবুন না, অভিনেতা যদি নিজেই দুজনের নাম মিলিয়ে নাম লেখেন তাহলে সন্দেহ হওয়া কী ভুল? আচ্ছা আপনিও কি চাইছেন সৌমিলি আর দিব্যজ্যোতির সম্পর্ক ডানা মেলুক। নাকি বাকিদের মত স্বস্তিকার সাথেই দিব্যজ্যোতিকে দেখতে চাইছেন আপনি? সূর্য কী বলছে এই বিষয়ে? স্বীকার করেছেন কী সম্পর্কের কথা?
নাহ্, সে গুড়ে বালি। বাকিদের মত তিনিও সম্পর্ক নিয়ে স্পিকটি নট। এমনকি দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলেও দাবি করেছেন তিনি। তিনি তো এমনটাও বলেন যে, বিয়ে করার ইচ্ছে যদিও রয়েছে তবে হয়ত লিভ ইন করতে পারেন তিনি। পর্দার সূর্যের মতে, লিভ ইনটা তো গান্ধর্ব মতে বিয়েই। দুটো মনের মিলনই সব’। এখন সৌমিলিই কি তার সেই মনের মানুষ? কী মনে হচ্ছে আপনার?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম